TRENDING:

Surya Grahan 2023: বছরের প্রথম সূর্যগ্রহণ আসন্ন, কোন রাশির উপরে কেমন প্রভাব ফেলতে চলেছে? কেনই বা সতর্ক থাকা প্রয়োজন?

Last Updated:
Surya Grahan Effect in All Zodiacs: সূতককাল থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যে কোনও শুভ কাজ শাস্ত্রমতে নিষিদ্ধ, এমনকী খাওয়া-ঘুমানোও চলবে না। সেই সঙ্গে ১২টি রাশির প্রত্যেকেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কেন, তা আমাদের জানাচ্ছেন জ্যোতিষী ওয়াই রেখা।
advertisement
1/14
বছরের প্রথম সূর্যগ্রহণ আসন্ন, কোন রাশির উপরে কেমন প্রভাব ফেলতে চলেছে?
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী থেকে দেখলে এ নিতান্তই প্রাকৃতিক ঘটনা। কিন্তু ভারতীয় জ্যোতিষশাস্ত্রে গ্রহণের গুরুত্ব অপরিসীম। কেন না, রাশিফল গণনা করা হয় মূলত চান্দ্র বা সৌর মতে। সেই চন্দ্র-সূর্যেরই যখন গ্রহণ হয়, তখন তা রাশিচক্রে কিছু প্রভাব তো ফেলেই!
advertisement
2/14
বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, ২০২৩ তারিখে। তা স্থায়ী হবে সকাল ৭টা ০৪ মিনিট থেকে দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত। এর আগের ১২ ঘণ্টা সূতককাল। সূতককাল থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত যে কোনও শুভ কাজ শাস্ত্রমতে নিষিদ্ধ, এমনকী খাওয়া-ঘুমানোও চলবে না। সেই সঙ্গে ১২টি রাশির প্রত্যেকেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কেন, তা আমাদের জানাচ্ছেন জ্যোতিষী ওয়াই রেখা।
advertisement
3/14
মেষ- এই রাশির অধিপতি সূর্য আর তাঁরই গ্রহণ আসন্ন- অতএব আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার আশঙ্কার রয়েছে।
advertisement
4/14
বৃষ- গ্রহণের প্রভাব পড়বে এই রাশির দ্বাদশ কক্ষে, তাই টাকা লেনদেন, বিশেষ করে বিনিয়োগে সতর্ক থাকতে হবে।
advertisement
5/14
মিথুন- উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মধুর সম্পর্ক, পদোন্নতির সম্ভাবনা- আটকে থাকা টাকা হাতে আসতে পারে।
advertisement
6/14
কর্কট- এই রাশির দশম কক্ষে গ্রহণের প্রভাবে জাতক-জাতিকার নিজের এবং পরিবারের সদস্যদেরও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে।
advertisement
7/14
সিংহ- সিংহের নবম কক্ষে গ্রহণের প্রভাবে সন্তানদের নিয়ে বিশেষ করে সমস্যায় পড়তে হতে পারে।
advertisement
8/14
কন্যা- কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে বেহিসেবি খরচে রাশ টানতে না পারলে দুর্ভাগ্য গ্রাস করবে অচিরেই।
advertisement
9/14
তুলা- চারপাশ থেকে সমস্যা ঘিরে থাকবে, ঘরে-বাইরে সর্বত্র মানসিক চাপের মুখে পড়তে হবে।
advertisement
10/14
বৃশ্চিক- জমে থাকা কাজ শেষ হতে চাইবে না, মনে উদ্বেগ থাকবে, পরিবারেও অশান্তির সম্ভাবনা রয়েছে।
advertisement
11/14
ধনু- সম্পর্কের উন্নতি হবে, কিন্তু খরচ এতটাই বাড়বে যে ধার করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
12/14
মকর- হাতে জমে থাকা কাজ শেষ হবে সহজেই, চাকরিজীবী-ব্যবসায়ীরা অঢেল টাকার মুখ দেখতে চলেছেন।
advertisement
13/14
কুম্ভ- কর্মপথের বাধা দূর হবে, সমাজে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে যা সাফল্যের দিকে নিয়ে যাবে।
advertisement
14/14
মীন- আর্থিক ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে, অতএব বিনিয়োগে এবং ব্যয়ে সতর্ক থাকতে হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2023: বছরের প্রথম সূর্যগ্রহণ আসন্ন, কোন রাশির উপরে কেমন প্রভাব ফেলতে চলেছে? কেনই বা সতর্ক থাকা প্রয়োজন?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল