Solar Eclipse 2023: একদিনে তিন ভিন্ন রূপে সূর্য! ১০০ বছরে মাত্র একবার, এপ্রিলেই বছরের প্রথম সূর্যগ্রহণ, তোলপাড় ত্রিভুবন!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Solar Eclipse 2023: সূর্য, চাঁদ, পৃথিবীর বড় খেলা, সাক্ষী সারা পৃথিবী
advertisement
1/24

বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২০ এপ্রিল ২০২৩, সূর্যগ্রহণ প্রতিদিনের জীবনে এক বিরাট প্রভাব বিস্তার করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/24
এই সূর্যগ্রহণ সূর্য মেষ রাশিতে বিরাজমান থাকবেন, একই সঙ্গে বৃহস্পতিও থাকবেন মেষ রাশিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/24
এরফলে মেষ রাশিতে সূর্য ও বৃহস্পতির য়ুতি হতে চলেছে ৷ এইদিন বৈশাখ মাসের অমাবস্যাও বটে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/24
একই সঙ্গে এইবার একই সঙ্গে তিনটি সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হাইব্রিড সূর্যগ্রহণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/24
এবার একনজরে দেখে নেওয়া যাক এর প্রভাব কীভাবে পড়বে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/24
আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার হতে চলেছে সূর্যগ্রহণ ৷ সকাল ৭.০৪ থেকে শুরু হবে গ্রহণ শেষ হবে বেলা ১২.২৯-এ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/24
মোট গ্রহণ চলবে ৫ ঘণ্টা ২৪ মিনিট ৷ এই সূর্যগ্রহণের আগে সূর্যের রাশি পরিবর্তন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/24
সূর্যগ্রহণের ঠিক ২দিন পরেই দেবগুরু বৃহস্পতির গোচর হবে, তবে এই গ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/24
তাই এই গ্রহণের নানান রকমের আচার আচরণ না মানলেও বেশ কিছু সতর্কতা অবলম্বন করলেই ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/24
ভারতে না দেখা গেলেও এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় ৷ সূর্যগ্রহণের দিন সূর্যকে দিন রূপে দেখতে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/24
আংশিক, কুণ্ডলাকার, পূর্ণ সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ ১০০ বছরে একই বার হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/24
আংশিক সূর্যগ্রহণ যখন সূর্যের কোনও ছোট অংশের কাছে চাঁদের আলো পড়ে ঠিক সেইখানে আংশিক সূর্যগ্রহণ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/24
কুণ্ডলাকার সূর্যগ্রহণ যখন চাঁদ ও সূর্যের মাঝামাঝি আলো এসে পড়ে সেই সময়ে চমৎকার চারদিক থেকে অত্যন্ত চমৎকারী আলো ছড়িয়ে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/24
একেই রিং অফ ফায়ার বলা হয়ে থাকে ৷ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যখন পৃথিবী, সূর্য ও চন্দ্র সোজা এক রেখায় আসে তখনই মিশ্রণ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/24
প্রায় ১০০ বছরে একবার এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে ৷ সূর্যগ্রহণের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব না কম না বেশি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/24
এই দুর্লভ গ্রহণ অল্প সময়ের মধ্যেই একটি বলয় বা রিং তৈরি করে ৷ একে অগ্নিবলয় বা রিং অফ ফায়ার বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/24
যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা ৷ এই গ্রহণ কম্বোডিয়া, চিন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সমোআ, সোলোমন, বরুণী, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুআ নিউ গিনি, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ ভারত মহাসাগর এলাকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকা থেকে দেখতে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/24
হিন্দুধর্ম মতে বা পুরাণ মতে গ্রহণের সঙ্গে রাহু ও কেতুর সম্পর্ক আছে ৷ সমুদ্র মন্থনের সময়ে যখন অমৃত পাত্র পাওয়া গিয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/24
রাক্ষসেরা সেই অমৃতের পাত্র নিয়ে পাতালে প্রবেশ করে ৷ সেই সময়ে ভগবান বিষ্ণু সুন্দরী অপ্সরার রূপ ধরে অসুরদের থেকে অমৃতের কলসি নিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/24
এরপরেই ভগবান বিষ্ণু যেই সময়ে দেবতাদের অমৃত পান করাতে শুরু করেন ঠিক সেই সময়েই সেই সময়ে স্বভানু নামে এক রাক্ষস প্রতারণা করে অমৃত পান করে ফেলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
21/24
এই বিষয়টি বুঝতে পারেন ভগবান বিষ্ণু ৷ সেই সময়েই বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে গলা কেটে ফেলেন রাক্ষসের এরপরেই ধর আলাদা হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
22/24
মনে করা হয় স্বভানুর শরীর দুটি অংশে বিভক্ত হয়ে একেই রাহু ও কেতু বলা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
23/24
দেবতাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই রাহু ও কেতু বারেবারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ করে ৷ তারফলেই নানান জাগতিক পরিবর্তন হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
24/24
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Solar Eclipse 2023: একদিনে তিন ভিন্ন রূপে সূর্য! ১০০ বছরে মাত্র একবার, এপ্রিলেই বছরের প্রথম সূর্যগ্রহণ, তোলপাড় ত্রিভুবন!