TRENDING:

Surya Grahan 2021|Solar Eclipse 2021: বছরের শেষ সূর্যগ্রহণ একটু পরেই, খুব সাবধানে থাকুন, ভরা অমাবস্যায় জীবন তোলপাড়?

Last Updated:
Solar Eclipse 2021|Surya Grahan 2021|Last Solar Eclipse of 2021|Last Surya Grahan of 2021|AstrologicalPredictions|Zodiac Sign|Horoscope: নিয়ম মেনে না চললেই বড়সড় সমস্যা আসতে পারে জীবনে
advertisement
1/12
বছরের শেষ সূর্যগ্রহণ একটু পরেই, খুব সাবধানে থাকুন, ভরা অমাবস্যায় জীবন তোলপাড়?
বছরের শেষ সূর্যগ্রহণ (Surya Grahan 2021) আজ অর্থাৎ শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ৷ বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2021) এটাই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
শনি অমাবস্যার দিন সূর্যগ্রহণে অশুভ যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ সূর্যগ্রহণের সময়ে রাহু (Rahu) ও কেতুর (Ketu) মাধ্যমে প্রতারিত হন স্বয়ং সূর্যদেব (Sun) ৷ এই কারণ দুর্বল হয়ে পড়েন সূর্য ৷ এর খারাপ প্রভাব সারা পৃথিবীতেই পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
৪ ডিসেম্বর ২০২১ সকাল ১০.৫৯ থেকে দুপুর ০৩.০৭ পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ ৷ গর্ভবতী মহিলাদের এই সময়ে বেশ কিছু কাজ থেকে বিরত থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2021) বৃশ্চিক রাশির (Astrological Predictions) উপরে ব্যাপক ভাবে প্রভাব ফেলবে ৷ বৃশ্চিক রাশির (Horoscrope) উপর সব থেকে বেশি প্রভাব ফেললেও এই গ্রহণ বাকি রাশির (Zodiac Sign) মানুষদের উপরেও সমান ভাবে প্রভাব ফেলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
যদিও এই গ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা ৷ তবুও গ্রহণের অশুভ প্রভাব থেকে বাঁচতে বেশ কিছু নিয়ম পালন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
সূর্যগ্রহণ (Surya Grahan 2021) হোক বা চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2021) এই দুই ধরনের গ্রহণ জ্যোতিষ মতে এর অত্যন্ত কুপ্রভাব রয়েছে ৷ গ্রহণের সময়ে সূর্য (Sun) ও চাঁদের (Moon) খারাপ প্রভাবগুলি থেকে বাঁচতে নানান পথ অবলম্বন করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে থাকতে হবে অত্যন্ত সংযোমী ৷ সূর্যগ্রহণের (Solar Eclipse 2021) পরে স্নান করতে বলা হয়, গ্রহণের ফলে ঘরকে শুদ্ধ করতে গঙ্গাজল ছেটাতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
মনে করা হয় তাতে গ্রহণের কুপ্রভাব (Eclipse's bad impression) থেকে মুক্তি হতে পারেন মানুষ ৷ গ্রহণ চলাকালীন অত্যন্থ খারাপ প্রভাব থাকে বলে সেই সময়ে খাওয়া দাওয়া না করার পরামর্শ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
খাবার দাবার, জলপান না করাই ভাল গ্রহণ চলার সময়, খাবার দাবার ওজলে তুলসিপাতা রাখতে হয় যাতে জীবাণু বা আক্রমণ করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
গ্রহণ চলার সময়ে পূজাপাঠ যেন না করা হয় ৷ কোনও শুভ কাজ গ্রহণ চলার সময়ে না করাই প্রয়োজন, তাতে খারাপ প্রভাব পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
গ্রহণের সময়ে ঠাকুরঘর, সমস্ত মন্দির বন্ধ রাখা হয় ৷ ঘরের ঠাকুরের মূর্তিও ঢেকে দেওয়া হয় উচিৎ, তাতেই মঙ্গল হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
Disclaimer: এটি একটি তথ্য তার ভিত্তিতেই উপরিল্লিখিত বিবরণ দেওয়া হয়েছে ৷ News 18 বাংলা এর সত্যতা যাচাই করেনি, বা কাউকে মানতে বাধ্য করছে না, নিজের বিচার বুদ্ধি দিয়ে ভাবুন, বিচার করুন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2021|Solar Eclipse 2021: বছরের শেষ সূর্যগ্রহণ একটু পরেই, খুব সাবধানে থাকুন, ভরা অমাবস্যায় জীবন তোলপাড়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল