Surya Gachar: কার্তিক পুজোয় সূর্যের গোচর, পাঁচ রাশির ভাগ্য মুড়বে সোনায়, রয়েছে সরকারি চাকরির সুযোগ, ফিরবে সুসময়...
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
১৭ নভেম্বর, বৃহস্পতিবার হতে চলেছে এবারের কার্তিক পুজো৷ তার ঠিক আগের দিনই সূর্যের রাশি পরিবর্তন ঘটতে চলেছে৷ যার ফলে ৫ রাশির ভাগ্যে বিরাট বদল আসতে চলেছে৷
advertisement
1/6

১৭ নভেম্বর, বৃহস্পতিবার হতে চলেছে এবারের কার্তিক পুজো৷ তার ঠিক আগের দিনই সূর্যের রাশি পরিবর্তন ঘটতে চলেছে৷ যার ফলে ৫ রাশির ভাগ্যে বিরাট বদল আসতে চলেছে৷
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৬ নভেম্বর, সূর্য তার রাশি পরিবর্তন করছে৷ সেই দিনই কার্তিক পুজো৷ ওই দিন সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে সূর্য তার রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করেছে৷ দেখে নিন এর ফলে রাজার ভাগ্য কাদের আসতে চলেছে?
advertisement
3/6
বৃষ রাশিসূর্যের অবস্থানের প্রভাবে বৃষ রাশির জাতক-জাতিকাদের সব দিকেই প্রবল উন্নতি হবে৷ সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে৷ আত্মীয়দের কাছ থেকে বিভিন্ন ধরনের উপকার পাবেন৷
advertisement
4/6
কর্কট রাশিসূর্যের গমনের ফলে এই রাশির আর্থিক অবস্থা উন্নতি হবে৷ দাম্পত্যজীবন ভাল থাকবে৷
advertisement
5/6
মকর রাশিকর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে৷ এর ফলে পরিবারের সহযোগীতা পাবেন৷ এই সময় আপনার পদোন্নতির সমূহ সম্ভাবনা রয়েছে৷
advertisement
6/6
কুম্ভ রাশিনতুন গাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার যোগ রয়েছে৷ সরকারি চাকরির চেষ্টা করলে, শুভ সময় আসতে চলেছে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Gachar: কার্তিক পুজোয় সূর্যের গোচর, পাঁচ রাশির ভাগ্য মুড়বে সোনায়, রয়েছে সরকারি চাকরির সুযোগ, ফিরবে সুসময়...