TRENDING:

Surya Gochar: দেবীপক্ষে গোচর, দেখে নিন পুজোর দিনে ভাগ্য কী হবে সহায় হবে আপনার

Last Updated:
Surya Gochar Effect in Zodiac Signs: আজ, বুধবার ১৮ অক্টোবর ২০২৩ তারিখে সূর্য প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে। এই তুলা সংক্রান্তি কীভাবে ভাগ্যাকাশে ছড়িয়ে দেবে সূর্যালোক, তা দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
1/14
দেবীপক্ষে গোচর, দেখে নিন পুজোর দিনে ভাগ্য কী হবে সহায় হবে আপনার
নিরন্তর নিজের স্থান পরিবর্তন করেন নবগ্রহ এক রাশি থেকে অন্যত্রে। এই স্থান পরিবর্তনকে সবার ক্ষেত্রে বলা হয় গোচর। কিন্তু গ্রহাধিপতি সূর্যের গোচর পরিচিত সংক্রান্তি নামে। সাধারণত এক মাস অন্তর বারোটি রাশিতে সূর্যের গমনাগমন চলে, সংশ্লিষ্ট রাশির নামে পরিচিতি পায় সংক্রান্তি।
advertisement
2/14
আপাতত সূর্য অবস্থান করছেন তুলা রাশিতে। এবছর দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক আগে, স্পষ্ট করে বললে মহাচতুর্থীর দিন, আজ, বুধবার ১৮ অক্টোবর ২০২৩ তারিখে তিনি প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে। এই তুলা সংক্রান্তি কীভাবে ভাগ্যাকাশে ছড়িয়ে দেবে সূর্যালোক, তা দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
3/14
মেষ- ছোটখাটো সমস্যা থাকলেও মোটের ওপরে সময় ভালই যাবে, একই সঙ্গে সূর্যদেবের উপাসনা সমস্যার সমাধানে কাজে আসবে।
advertisement
4/14
বৃষ- পরিশ্রম হলেও এবার তার সুফল পেতে চলেছেন বৃষরা, তবে বড় কোনও পদক্ষেপের আগে সতর্ক থাকা দরকার।
advertisement
5/14
মিথুন- ব্যবসায় সমৃদ্ধি আসবে, পেশাদাররা চাকরি বদল করতে চাইলেএই সময়ে দারুণ সুযোগ পাবেন।
advertisement
6/14
কর্কট- যে কোনও সমস্যার সমাধান হবে, জীবনযাত্রার মান উন্নত হবে আগের চেয়ে।
advertisement
7/14
সিংহ-আটকে থাকা কাজ শেষ হবে, পরিবার ও বন্ধুদের সমর্থনে সর্বত্র সাফল্য আসবে।
advertisement
8/14
কন্যা-পুরনো বিনিয়োগ থেকে হাতে টাকা আসবে, কর্মক্ষেত্রে সৃজনশীলতা নিয়ে যাবে উন্নতির পথে।
advertisement
9/14
তুলা- সর্বত্র সম্মান বাড়বে, আটকে থাকা টাকা ফেরত আসারও সম্ভাবনা রয়েছে।
advertisement
10/14
বৃশ্চিক-ভাগ্য সহায় হবে, শিক্ষার্থীরা পরিশ্রমের সুফল পাবেন, ব্যবসায় মুনাফা বৃদ্ধি হবে।
advertisement
11/14
ধনু- বহু দিন ধরে যে পরিশ্রম চলছে কর্মক্ষেত্রে, এবার তার সুফল মিলতে চলেছে, প্রয়াস সার্থক হবে।
advertisement
12/14
মকর- কর্মক্ষেত্রে নেতৃত্বদানের সুযোগ মিলবে, সবার কাছ থেকে সমাদর এবং সম্মান লাভ হবে।
advertisement
13/14
কুম্ভ- স্নেহময় আচরণে সবার মন জয় করবেন, আর্থিক ভাগ্য সুপ্রসন্ন হবে।
advertisement
14/14
মীন-সম্মান মিলবে, হাতে টাকা আসবে, শুধু কাজ সময়ে শেষ করতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Gochar: দেবীপক্ষে গোচর, দেখে নিন পুজোর দিনে ভাগ্য কী হবে সহায় হবে আপনার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল