Surya Gochar 2023: মেষ রাশিতে সূর্যের গোচর, কতদিন পর্যন্ত ভাল সময় এই সাত রাশির ? জেনে নিন
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গত ১৪ এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করেছেন। মেষ রাশিতে আপাতত এক মাস অবস্থান করবেন। আগামী ১৫ মে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন সূর্য।
advertisement
1/9

গত ১৪ এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করেছেন। মেষ রাশিতে আপাতত এক মাস অবস্থান করবেন। আগামী ১৫ মে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন সূর্য।
advertisement
2/9
মেষ রাশিতে সূর্যের গোচর ৭টি রাশির জাতক-জাতিকা-জাতিকার জীবনে শুভ প্রভাব ফেলবে। তাঁরা ইতিবাচক ফল পেতে পারেন, যার ফলে সরকারি চাকরি, আর্থিক লাভ এবং শত্রুবিজয় হতে পারে। শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি রাশিচক্রের উপর সূর্যের গোচরের ইতিবাচক প্রভাব সম্পর্কে জানালেন—
advertisement
3/9
মেষ: এই রাশির জাতক-জাতিকারা ইতিবাচক ফল পাবেন। সরকারি চাকরি মিলতে পারে। কোনও সরকারি সহযোগিতা পাওয়া যেতে পারে। সাফল্য অর্জন করা যাবে। যাবতীয় সমস্যা মিটে যাবে।
advertisement
4/9
কর্কট: সূর্যের প্রভাবে এই রাশিক জাতক-জাতিকাও সব কাজে সাফল্য পাবেন। ব্যবসায় অগ্রগতি হবে। নিজের আধিপত্য বাড়বে। নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনা যেতে পারে। পরিবারে শুভ কাজ সম্পন্ন হবে। অর্থ লাভ হবে।
advertisement
5/9
তুলা: সূর্যের গোচরের ফলে এই রাশির যে কোনও কাজে অগ্রগতি হবে। ব্যবসায় সাফল্য আসবে, নতুন বিনিয়োগ অর্থনৈতিক দিককে শক্তিশালী করবে। তবে, অংশীদারিত্বের জন্য এসময় সঠিক নয়। যে কোনও চুক্তি করার আগে কাগজটি মনোযোগ দিয়ে পড়তে হবে।
advertisement
6/9
বৃশ্চিক: সূর্যের গোচর এই রাশির শক্তি বৃদ্ধি করতে পারে, ফলে শত্রুবিজয় সম্ভব হবে। সরকারি চাকরিতে সাফল্য মিলতে পারে, তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিদেশেও চাকরি পাওয়া যেতে পারে। যে কোনও বিতর্কে জয়ী হওয়া যাবে।
advertisement
7/9
ধনু: সূর্যের গোচর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য দিতে পারে। পুরনো মামলার থাকলে তার রায় নিজের পক্ষে হতে পারে। কাজে সাফল্য আসবে, তবে মন অস্থির থাকতে পারে। পরীক্ষায় সফল হতে গেলে আরও পরিশ্রম করতে হবে। আর্থিক লাভের সুযোগ থাকবে।
advertisement
8/9
মকর: সূর্যের গোচর এই রাশির জাতক-জাতিকার বিদেশে বসবাসের স্বপ্ন পূরণ করতে পারে। বিদেশি নাগরিকত্ব মিলতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে এবং ব্যবসায়ীরা লাভের নতুন সুযোগ পাবেন।
advertisement
9/9
কুম্ভ: সূর্য দেবতার কৃপায়, এই রাশির জাতক-জাতিকার সময় আপাতত অনুকূল থাকবে। যে কোনও ফলাফল আনন্দদায়ক হবে। চাকরিতে সম্মান বাড়বে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। কাজে অগ্রগতি হবে। বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সরকারি চাকরিও পেতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Gochar 2023: মেষ রাশিতে সূর্যের গোচর, কতদিন পর্যন্ত ভাল সময় এই সাত রাশির ? জেনে নিন