ধনু সংক্রান্তিতে তৈরি হবে দু’টি রাজযোগ; বছরের শেষে এই ৫ রাশির জীবনে হবে সৌভাগ্যের বর্ষণ, দ্বিগুণ হবে রোজগার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Surya Gochar 2023: সূর্যের গোচরের সময়ে মেষ রাশিতে স্থিত দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টির মাধ্যমে সূর্যকে দেখলে রাজলক্ষণ রাজযোগ গঠিত হবে। আবার ডিসেম্বর মাসের শেষে মঙ্গলও বৃশ্চিক থেকে ধনু রাশিতে গমন করবেন। আর সূর্যের সঙ্গে আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি করবে। ধনু সংক্রান্তি থেকে গঠিত রাজযোগের প্রভাবে মেষ ও সিংহ-সহ ৫টি রাশি সম্পদের দিক থেকে বিশেষ সুবিধা পাবেন এবং কর্মজীবনেও আসবে অগ্রগতি।
advertisement
1/6

আগামী ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে ধনু সংক্রান্তি বলা হয়। আর ধনু রাশিতে সূর্যের গোচরের জন্য তৈরি হতে চলেছে দুটি রাজযোগ। ধনু রাশিতে ইতিমধ্যেই অবস্থান করছেন বুধ গ্রহ। ফলে ওই রাশিতে গোচর করে সূর্য বুধের সঙ্গে মিলে বুধাদিত্য রাজযোগ গঠন করবেন। সূর্যের গোচরের সময়ে মেষ রাশিতে স্থিত দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টির মাধ্যমে সূর্যকে দেখলে রাজলক্ষণ রাজযোগ গঠিত হবে। আবার ডিসেম্বর মাসের শেষে মঙ্গলও বৃশ্চিক থেকে ধনু রাশিতে গমন করবেন। আর সূর্যের সঙ্গে আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি করবে। ধনু সংক্রান্তি থেকে গঠিত রাজযোগের প্রভাবে মেষ ও সিংহ-সহ ৫টি রাশি সম্পদের দিক থেকে বিশেষ সুবিধা পাবেন এবং কর্মজীবনেও আসবে অগ্রগতি।
advertisement
2/6
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা সূর্যের গোচরে বিশেষ সুবিধা পাবেন। তাঁদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং কর্মজীবনের পরিকল্পনা সফল হবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। যাঁরা বিদেশে কাজ করতে ইচ্ছুক, তাঁদের প্রচেষ্টা সফল হতে পারে। এই রাশির জাতক-জাতিকার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।
advertisement
3/6
সিংহ রাশি: সূর্যের এই গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ ফলদায়ক বলে গণ্য করা হচ্ছে। তাঁদের সম্পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পড়াশোনায় উন্নতি হবে এবং কাজের ক্ষেত্রেও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। যাঁরা সন্তান চাইছেন, তাঁরাও এই সময়ে সুখবর পেতে পারেন। লেখাপড়ায় পড়ুয়াদের উন্নতি হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, এমনকী আগামী বছরে পদোন্নতি হতে পারে। নতুন কাজ হাতে আসতে পারে।
advertisement
4/6
তুলা রাশি: সূর্যের এই গোচর তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল ফলাফল দেবে। এই সময়ে আত্মবিশ্বাস থাকবে ভরপুর। কথা বলার ধরন উন্নত হবে এবং কর্মক্ষেত্রে কাঙ্খিত ফলাফল লাভ করবেন। পেশাগত জীবনে তাঁরা অগ্রগতি অর্জন করতে পারবেন। অর্থ উপার্জনের ভাল সুযোগ মিলবে। সমাজে সুনাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সম্পদ এবং প্রতিপত্তিও বাড়বে। বাবা এবং গুরুর কাছ থেকে পূর্ণ সমর্থন মিলবে। আগামী বছর উপার্জনও বাড়বে।
advertisement
5/6
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর শুভ হতে চলেছে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং আর্থিক অবস্থা আগের তুলনায় ভাল হবে। অবিবাহিতদের বিবাহ-যোগ তৈরি হবে। কর্মজীবনে উন্নতি আসবে। এই সময়ে অর্থ সঞ্চয় করতে সফল হবেন এবং আয়ের নতুন উৎসও তৈরি হবে। তবে কারও সঙ্গে বিবাদে জড়ানো চলবে না। অন্যথায় মানসিক চাপ তৈরি হবে।
advertisement
6/6
ধনু রাশি: ধনু রাশিতে সূর্যের গমন এই রাশির জাতক-জাতিকাদের শুভ ফল দেবে। জীবনে সৌভাগ্যের সঞ্চার হবে। ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। সরকারি চাকরি পাওয়ার যোগও তৈরি হবে। এমনকী বেসরকারি চাকুরেদের জন্যও এই সময়টা শুভ হবে এবং তাঁদের জীবনে উন্নতি আসবে। পরিবারে সুখ আনন্দ বজায় থাকবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
ধনু সংক্রান্তিতে তৈরি হবে দু’টি রাজযোগ; বছরের শেষে এই ৫ রাশির জীবনে হবে সৌভাগ্যের বর্ষণ, দ্বিগুণ হবে রোজগার