TRENDING:

Astrology: ৫ দিনে ৪ গ্রহের গোচর, সূর্যগ্রহণ....এই সপ্তাহেই কপাল খুলবে ৩ রাশির! পুজোর আগেই ধামাকা, টাকার বৃষ্টি, কবে থেকে শুরু হবে গোল্ডেন টাইম?

Last Updated:
graha gochar rashifal: ২১ সেপ্টেম্বর কন্যা রাশিতে সূর্য গ্রহন হবে। এই সব গ্রহ গোচর এবং সূর্য গ্রহনের প্রভাব সব ১২টি রাশির উপর হবে। এর মধ্যে ৩টি রাশির জন্য এই গ্রহ গোচর খুবই শুভ প্রমাণিত হবে।
advertisement
1/7
৫ দিনে ৪ গ্রহের গোচর, সূর্যগ্রহণ....এই সপ্তাহেই কপাল খুলবে ৩ রাশির! পুজোর আগেই ধামাকা
সেপ্টেম্বর মাস জ‍্যোতিষশাস্ত্রমতেও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। পুজোর মাসেই স্থান পরিবর্তন করছে একাধিক গ্রহ। তবে গোটা মাসের মধ‍্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ। এই সময়ে ৫ দিনের মধ্যে ৪টি গ্রহ গোচর হচ্ছে এবং তারপর সপ্তাহের শেষ দিনে সূর্য গ্রহনও হচ্ছে।
advertisement
2/7
১৩ সেপ্টেম্বর, ২০২৫ শনিবারে মঙ্গল গ্রহ গোচর করে তুলা রাশিতে প্রবেশ করেছে। এর পরে ১৫ সেপ্টেম্বর বুধ গ্রহের গোচর। বাণী, বুদ্ধি, ব্যবসার কারক বুধ গ্রহ কন্যা রাশিতে গোচর করবে। একই দিনে শুক্র গোচর করে সিংহ রাশিতে আসবে। এর পরে ১৭ সেপ্টেম্বর সূর্য গোচর করে কন্যা রাশিতে প্রবেশ করবে।
advertisement
3/7
তারপর ২১ সেপ্টেম্বর কন্যা রাশিতে সূর্য গ্রহন হবে। এই সব গ্রহ গোচর এবং সূর্য গ্রহনের প্রভাব সব ১২টি রাশির উপর হবে। এর মধ্যে ৩টি রাশি এমন আছে, যাদের জন্য এই গ্রহ গোচর খুবই শুভ প্রমাণিত হবে।
advertisement
4/7
বৃষ রাশি: এতগুলি গ্রহের গোচর এবং সূর্য গ্রহণের প্রভাবে ভাল সময় আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। কেরিয়ারে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। টাকা পয়সা লাভের সম্ভাবনা। অনেক নতুন উৎস থেকে টাকা আসতে পারে। নতুন চাকরির অফার আসতে পারে।
advertisement
5/7
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন‍্যও শুভ হতে চলেছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ। গ্রহদের গোচর এবং সূর্য গ্রহণের প্রভাবে কপাল খুলবে এই রাশির জাতক জাতিকাদের।
advertisement
6/7
অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। ভাগ্যের সহায়তা পাবেন। মানসিক শান্তি অনুভব করবেন। অসুস্থতা-চাপ দূর হবে। আর্থিক উন্নতির বড় যোগ রয়েছে।
advertisement
7/7
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন‍্যও ভাল সময় আসছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। কেরিয়ার সম্পর্কিত কোনও ভাল খবর পেতে পারেন। ধন লাভের যোগ রয়েছে। সম্পর্ক ভাল হবে। উন্নতি পাওয়ার অপেক্ষা শেষ হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: ৫ দিনে ৪ গ্রহের গোচর, সূর্যগ্রহণ....এই সপ্তাহেই কপাল খুলবে ৩ রাশির! পুজোর আগেই ধামাকা, টাকার বৃষ্টি, কবে থেকে শুরু হবে গোল্ডেন টাইম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল