Super moon: ঝুলন পূর্ণিমার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য! আপনি কি দেখেননি, অপূর্ব চাঁদ উঠেছে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Supermoon: ২০২৪ সালে ৪ বার 'সুপারমুন' দেখতে পাওয়া যাবে বলে আগেই মহাকাশ বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন। মহাকাশ অত্যুৎসাহীদের জন্য এবার শিয়রে সেই দারুণ সুযোগ।
advertisement
1/6

আজ ঝুলন পূর্ণিমা। সোমবার এই দিনে রাতের আকাশে বিশেষ ভাবে দেখা যাবে চাঁদ মামাকে। রাতের আকাশে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী।
advertisement
2/6
১৯শে অগস্ট রাতে ও ২০শে অগস্ট ভোরবেলা সুপারমুন দেখা যাবে ভারতে। ২০শে অগস্ট সুপারমুন দৃশ্যমান হবে নেপালে। ইউরোপ ও আমেরিকায় ১৯শে অগস্ট রাতে দেখা যাবে আমেরিকায় ওই দিন দুপুর থেকে চোখে পড়বে সুপারমুন।
advertisement
3/6
দূষণ যেখানে কম, সেখান থেকে ভাল ভাবে দেখা যাবে 'সুপারমুন'। দূরবীন বা টেলিস্কোপে চোখ রেখেও স্পষ্ট ভাবে সুপারমুন দেখতে পারবেন সাধারণ মানুষ। সোমবারের পর, এ বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরবর্তী 'সুপারমুন' দেখা যাবে।
advertisement
4/6
এই সুপারমুন আবার স্টার্জন মুন নামেও পরিচিত। তবে এপ্রসঙ্গে উল্লেখ্য, ব্লুমুনে'র অর্থ চাঁদের রং নীলাভ হয়ে ধরা দেয় না চোখে। ঋতুর নিরিখে পূর্ণিমায় যে চারটি পূর্ণচন্দ্র দেখা যায়, তার মধ্যে তৃতীয়টিকে বলা হয় 'ব্লু মুন'।
advertisement
5/6
১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন। সুপারমুন বলার অর্থ এই সময় পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায় চাঁদকে। ১৫২৮ সাল থেকে 'ব্লু মুন' দেখার রেকর্ড রয়েছে ইতিহাসে। 'বিট্রেয়ার মুন' বলে প্রবাদ চালু ছিল পশ্চিমী বিশ্বে। সময়ের আগে আকাশে চাঁদের উদয় ঘটার জন্য এমন নাম।
advertisement
6/6
২০২৪ সালে ৪ বার 'সুপারমুন' দেখতে পাওয়া যাবে বলে আগেই মহাকাশ বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন। মহাকাশ অত্যুৎসাহীদের জন্য এবার শিয়রে সেই দারুণ সুযোগ। ১৯ অগস্ট সোমবার রাতের আকাশে দেখা যাবে 'সুপারমুন'। মধ্যরাতে ভারতের আকাশে দৃশ্যমান হবে 'সুপারমুন' বা 'ব্লু মুন'।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Super moon: ঝুলন পূর্ণিমার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য! আপনি কি দেখেননি, অপূর্ব চাঁদ উঠেছে