Super Blue Moon: আগামিকাল বিরল সুপার ব্লু মুন! চাঁদের এই বিশেষ রূপের কী প্রভাব পড়বে জীবনে, জানুন জ্যোতিষীর মত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Super Blue Moon: জ্যোতির্বিদ্যার পাশাপাশি জ্যোতিষচর্চার দিক থেকেও বুধবার সুপার ব্লু মুনের বিশেষ মাহাত্ম্য আছে
advertisement
1/6

জ্যোতির্বিদ্যার পাশাপাশি জ্যোতিষচর্চার দিক থেকেও বুধবার সুপার ব্লু মুনের বিশেষ মাহাত্ম্য আছে। জ্যোতিষ মতে বিশ্বাস, বিরল এই চন্দ্রকলার প্রভাব পড়ে মানুষের আবেগ, কল্পনা এবং মনের অবচেতনে।
advertisement
2/6
বলা হয় পূর্ণিমায় চন্দ্রশক্তির তীব্রতা সবথেকে বেশি। অনুসূর অবস্থানে চাঁদ সুপারমুন হয়ে ধরা দেয় অন্যান্য দিনের তুলনায় অনেক বড় আকারে। ফলে বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবের তীব্রতাও বাড়ে।
advertisement
3/6
চন্দ্রশক্তির প্রভাবে আবেগ, চিন্তাধারা ও কল্পনাশক্তিতে আরও তীক্ষ্ণতা আসে।
advertisement
4/6
সুপার ব্লু মুনের প্রভাবে মানুষের জীবনে ভাল এবং মন্দ হতে পারে দু’রকম প্রভাবই। কার ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে তা নির্ভর করে জন্মছক ও অন্যান্য আনুষঙ্গিক নানা বিষয়ের উপর।
advertisement
5/6
বিরল সুপার ব্লু মুনের প্রভাবে জীবনে একদিকে আসতে পারে নতুন দায়িত্ব। আবার অন্যদিকে অপ্রত্যাশিত পরিবর্তনও ধেয়ে আসতে পারে জীবনের বাঁকে।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Super Blue Moon: আগামিকাল বিরল সুপার ব্লু মুন! চাঁদের এই বিশেষ রূপের কী প্রভাব পড়বে জীবনে, জানুন জ্যোতিষীর মত