Surya Gochar 2023: অবস্থান বদলাচ্ছে সূর্য! দেড় মাসের মধ্যেই সৌভাগ্য ফিরছে ৪ রাশির জীবনে, হবেন মালামাল! জানুন আজই
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Surya Gochar 2023: আগামী ১৮ সেপ্টেম্বর, সিংহ রাশি ছেড়ে সূর্য অবস্থান করবে করবে কন্যা রাশিতে। পরবর্তী এক মাস এখানেই তার অবস্থান। দেওঘরের বিখ্যাত জ্যোতিষী জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর, সোমবার ভোর ৪টে ৫৫ মিনিটে সূর্যের গোচর ঘটবে।
advertisement
1/7

যখনই কোনও গ্রহ বা নক্ষত্র রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব সমস্ত রাশির জাতক-জাতিকার উপর পড়ে বলে মনে করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। সেই প্রভাব কোনও রাশির উপর ইতিবাচক হতে পারে, কোনও রাশির উপর নেতিবাচক।
advertisement
2/7
আগামী ১৮ সেপ্টেম্বর, সিংহ রাশি ছেড়ে সূর্য অবস্থান করবে করবে কন্যা রাশিতে। পরবর্তী এক মাস এখানেই তার অবস্থান। দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর, সোমবার ভোর ৪টে ৫৫ মিনিটে সূর্যের গোচর ঘটবে।
advertisement
3/7
১৮ অক্টোবর পর্যন্ত সূর্য এখানেই থাকবে। এদিকে ইতিমধ্যেই কন্যা রাশিতে রয়েছে মঙ্গল। তাদের প্রভাবে সিংহ, তুলা, ধনু ও মীন রাশির জীবনে পড়বে বড় প্রভাব। দেখে নেওয়া যাক কেমন যাবে আগামী একমাস—
advertisement
4/7
সিংহ: কন্যা রাশিতে সূর্যের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে ব্যয় কিছুটা বাড়তে পারে, তবে তা শুভ হবে। বাড়িতে পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। যদি জমি, বাড়ি বা গাড়ি কিনতে চান তবে এই সময়টি একেবারে অনুকূল হতে পারে। এই ভাবেও অর্থ ব্যয় হতে পারে।
advertisement
5/7
তুলা: এই রাশির জাতক-জাতিকারাও কন্যায় সূর্যের গোচরের ফলে শুভ ফল পাবেন। ব্যবসায় উন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া যাবে। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যও ভাল থাকবে।
advertisement
6/7
ধনু: সূর্যের গোচরের ফলে আগামী একমাস ধনু রাশির জাতক-জাতিকারা শুভ কাজের সুযোগ পাবেন, বাড়িতে শুভ কাজ সম্পন্ন হতে পারে। অভিভাবকদের সমর্থনও পাওয়া যাবে। আটকে থাকা কাজে সাফল্য আসবে সামান্য চেষ্টা করলেই। দাম্পত্য জীবন মধুর হবে। স্বাস্থ্যও ভাল থাকবে।
advertisement
7/7
মীন: এই রাশির জাতক-জাতিকার জীবনেও ইতিবাচক প্রভাব নিয়ে আসবে সূর্যের গোচর। যে নেতিবাচক প্রভাব জীবনে ছিল তা পরিবর্তিত হতে চলেছে। ভাগ্য সুপ্রসন্ন হবে। ব্যবসায় হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রমের ফল মিলবে। মন প্রসন্ন থাকবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে পরিবেশ অনুকূল। (এই প্রতিবেদনের তথ্য জ্যোতিষের থেকে প্রাপ্ত, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Gochar 2023: অবস্থান বদলাচ্ছে সূর্য! দেড় মাসের মধ্যেই সৌভাগ্য ফিরছে ৪ রাশির জীবনে, হবেন মালামাল! জানুন আজই