Spider Astrology Indications: বাড়িতে মাকড়সার জাল থাকা কি আদৌ শুভ? জ্যোতিষ কিন্তু একটা বিষয়ে সাবধান করছে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Spider Astrology Indications: জ্যোতিষ মতে মাকড়সার বাড়ির বাস্তুতে বিশেষ গুরুত্ব রয়েছে
advertisement
1/8

বাড়িতে আমরা মাঝেমধ্যেই মাকড়সার জাল দেখতে পাই। কিন্তু জ্যোতিষ মতে মাকড়সার বাড়ির বাস্তুতে বিশেষ গুরুত্ব রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
2/8
জ্যোতিষ মতে, মাকড়সা বা জালের উপস্থিতি অশুভ বলে মনে করা হয়। যদি একটি মাকড়সা আপনার শরীরের উপর চড়ে তাহলে এটি একটি ভাল লক্ষণ। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
জ্যোতিষ মতে, এর অর্থ হল নতুন জামাকাপড় পেতে পারেন। এর সঙ্গেল অগ্রগতি এবং অর্থনৈতিক লাভও হবে অনেক। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
আবার জ্যোতিষ মতে, মাকড়সার জাল অত্যন্ত অশুভ। মাকড়সার জালের আকৃতি যদি আপনার নামের অক্ষরের মতো হয়, তবে কিন্তু এটি সৌভাগ্যের লক্ষণ।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
এর অর্থ হল আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। কিছু বড় সাফল্য শীঘ্রই ঘটতে চলেছে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
তবে যদি মাকড়সার জাল এলোমেলো হয় তবে তা কিন্তু অশুভ বার্তার প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে জ্যোতিষ মতে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
আপনি যদি একটি মাকড়সা প্রাচীরের নিচ থেকে উপরে যেতে দেখেন তবে এটি একটি ভাল লক্ষণ। এর অর্থ হল আপনি শীঘ্রই কোনও কাজে সাফল্য পেতে চলেছেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
এই প্রতিবেদনে থাকা সমস্ত তথ্য জ্যোতিষ থেকে নেওয়া। নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Spider Astrology Indications: বাড়িতে মাকড়সার জাল থাকা কি আদৌ শুভ? জ্যোতিষ কিন্তু একটা বিষয়ে সাবধান করছে