TRENDING:

Spending Habits Zodiac Signs: কেনাকাটা করার সময়ে কিপটেমি, না কি দেদার খরচ করেন? বলে দেবে আপনার রাশি

Last Updated:
spending habits zodiac signs: যখন কোনও উৎসবের সময় বা এমনিতেই কেনাকাটার প্রসঙ্গ আসে, তখন সব ক্রেতাদের তিন ভাগে ভাগ করা যেতে পারে।
advertisement
1/13
আপনার খরচের হাত কেমন বলে দেবে আপনার রাশি
যখন কোনও উৎসবের সময় বা এমনিতেই কেনাকাটার প্রসঙ্গ আসে, তখন সব ক্রেতাদের তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক, যাঁরা শুধু দেখে যায় কিন্তু প্রাণে ধরে কিনতে পারেন না, কারণ তাঁরা সঞ্চয়ী (spending habits zodiac signs)। দুই, যাঁরা না বুঝেশুনেই প্রচুর জিনিস কিনে ফেলেন (Shopping habits)। টাকা নিয়ে তাঁরা একদম ভাবেন না। আর তিন হল যাঁরা যতটুকু দরকার ততটুকুই খরচ করেন। আমরা কে কোন দলে পড়ি, সেটা বলে দেবে আমাদের রাশি (Zodiac Signs)!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এঁরা খরুচে স্বভাবের হন (spending habits)। পকেটে থাকা শেষ কানাকড়ি দিয়েও এঁরা বাজার করেন। তাই এঁদের একটু টাকা জমানো দরকার।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। এঁরা বিলাসদ্রব্য পছন্দ করে এবং না বুঝেশুনে কোনও প্রয়োজন ছাড়াই অনেক জিনিস কিনে ফেলেন।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এঁরা এমনিতে টাকা জমাতে ভালোবাসে। কিন্তু অনেক সময়ে এঁরা বোর হয়ে অনেক কিছু কিনে ফেলেন।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট জাতক-জাতিকারা চন্দ্রগ্রহ দ্বারা পরিচালিত হন। তাই এঁরা অনেক সময় এমন জিনিস বেশি দাম দিয়ে কেনেন যা অন্য জায়গায় কম দামে পাওয়া যায়। এঁদের উচিত বুঝেশুনে কেনা।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।টাকা পয়সার ব্যাপারে এঁরা খুব সমঝদার হন। টাকা খরচ ও জমানো এঁরা একসঙ্গে করতে পারেন। কোনও বড় কিছুর জন্য এঁরা খুব সাবধানে টাকা জমান।
advertisement
7/13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। এঁরা কেনাকাটা করার আগে ভালো করে গবেষণা করে নেয়। তার মানে এই নয় যে এঁরা খুব বুঝেশুনে কেনাকাটা করেন। তবে যে কোনও কিছু কেনার আগে এঁরা দশ বার ভাবেন।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। এঁরা সব সময় খরচ আর জমানোর মধ্যে একটা সামঞ্জস্য রেখে চলেন। এঁরা বেশি খরচ করলেও টাকা জমিয়েও রাখেন সুন্দরভাবে।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এমনিতে বৃশ্চিক রাশি খরুচে স্বভাবের নন। কিন্তু কোনও কিছু পছন্দ হলে এঁরা নিজেদের বাজেট ছাড়িয়ে সেটা কিনে ফেলেন।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। এঁরা বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত হন। তাই এঁরা কেনাকাটা করলেও বেড়ানো, বইপত্র ইত্যাদির জন্য খরচ করেন।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। মকর রাশি টাকার মূল্য বোঝেন। তাই যে জিনিস টেঁকসই হয়, সেটাই এঁরা কেনেন বেশি।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। যেহেতু এঁরা আত্মনির্ভর স্বভাবের হন এবং নিজের খরচ নিজেই বহন করতে ভালোবাসেন, সেহেতু উল্টোপাল্টা কিনে এঁরা খরচ করতে চান না।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন রাশির আবেগে ভেসে যাওয়ার প্রবণতা আছে। তাই কোথাও ছাড় দিলে বা কোনও মিষ্টভাষী বিক্রেতার কবলে পড়লেই এঁরা হুড়মুড় করে অনেক কিছু কিনে ফেলেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Spending Habits Zodiac Signs: কেনাকাটা করার সময়ে কিপটেমি, না কি দেদার খরচ করেন? বলে দেবে আপনার রাশি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল