TRENDING:

Durga Puja 2024 Do's and Dont's: নবরাত্রিতে এই পবিত্র সময়ে ছোট ছোট কিছু কাজ করুন ভক্তি ভরে, ভক্তির শক্তিতেই তুষ্ট দেবী দুর্গা, সংসারে থাকবে সুসময়

Last Updated:
Durga Puja 2024 : দেবীপক্ষের ন'দিন করুন ছোট্ট চারটি কাজ, দেবী দুর্গার অপার কৃপা নেমে আসবে সংসারে অখন্ড জ্যোতি জ্বালিয়ে রাখলে দেবীর শুভশক্তি বিরাজ করে বাড়িতে। সারা বছর কাটে নির্ঝঞ্ঝাটে।
advertisement
1/5
এই পবিত্র সময়ে ছোট ছোট কিছু কাজ করুন ভক্তি ভরে, ভক্তির শক্তিতেই তুষ্ট দেবী
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। বাঙালির উৎসবের শুরু। একইসঙ্গে শুরু হচ্ছে নবরাত্রি। এই সময় কয়েকটি সহজ উপায়ে মিলবে দেবী দুর্গার অপার কৃপা।জানিয়েছেন জ্যোতিষ জয়দেব শাস্ত্রী।
advertisement
2/5
তিনি বলছেন, এই সময় বাড়িতে অখন্ড জ্যোতি জ্বালিয়ে রাখা উচিত। অর্থাৎ দেবীপক্ষের শুরু থেকে নবমী পর্যন্ত অখন্ড জ্যোতি জ্বালিয়ে রাখলে দেবীর শুভশক্তি বিরাজ করে বাড়িতে। সারাবছর কাটে নির্ঝঞ্ঝাটে।
advertisement
3/5
তিনি বলছেন, এই ন'দিন অবশ্যই দেবীকে একটি করে বেদানা অর্পণ করুন। দেবী মহামায়ার লাল এই ফলটি ভীষণ পছন্দের। প্রতিদিন সকালে একটি বেদানা অর্পণ করুন। তারপর সেটি সন্ধ্যেবেলায় কোন বাচ্চা মেয়ে হাতে প্রসাদ হিসেবে তুলে দিন।
advertisement
4/5
এই ন'দিন ধরে অবশ্যই দেবীকে কর্পূর জ্বালিয়ে আরতি করুন। সকাল-সন্ধ্যা দু'বার দেবীর আরতি করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
5/5
জয়দেববাবু বলছেন, অবশ্যই নবরাত্রিতে দেবী দুর্গাকে ১৬ শৃঙ্গার অর্পণ করুন। ১৬ শৃঙ্গার অর্পণ করা অত্যন্ত শুবি বলে মনে করা হয়। এটি যে কোনও বিবাহিত মহিলার করা উচিত। এতে ভাগ্যের দরজা খুলে যায়। স্বামী দীর্ঘায়ু হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2024 Do's and Dont's: নবরাত্রিতে এই পবিত্র সময়ে ছোট ছোট কিছু কাজ করুন ভক্তি ভরে, ভক্তির শক্তিতেই তুষ্ট দেবী দুর্গা, সংসারে থাকবে সুসময়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল