Worship: মা লক্ষ্মীর পুজো এমন ফুলে নয়, অর্থ কষ্টে জেরবার হবে ঘর, দাম্পত্য সুখ উড়ে যাবে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Vastu Tips: বাস্তু শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম ও প্রতিকারের কথা বলা হয়েছে, যা অবলম্বন করলে কোনও ব্যক্তিকে কখনও আর্থিক সমস্যায় পড়তে হবে না
advertisement
1/5

জ্যোতিষীদের মতে, যাঁর উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তাঁর কখনও অর্থের অভাব হয় না। বাস্তু শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম ও প্রতিকারের কথা বলা হয়েছে, যা অবলম্বন করলে কোনও ব্যক্তিকে কখনও আর্থিক সমস্যায় পড়তে হবে না৷ এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্রের দেবী লক্ষ্মীর পুজোর কিছু বিশেষ প্রতিকার ও নিয়ম।
advertisement
2/5
কোন দিকে মন্দির স্থাপন করবেন? ঈশান কোন অর্থাৎ উত্তর ও পূর্বের দিকটিকে মন্দির স্থাপনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এছাড়াও মন্দিরটি এমন জায়গায় হওয়া উচিত যেখানে সূর্যের আলো এবং বাতাস উভয়ই আসতে পারে।
advertisement
3/5
লক্ষ্মী দেবীর আরাধনা করার সময় মনে রাখবেন মাটিতে পড়ে যাওয়া ফুল, দুর্গন্ধযুক্ত ফুল বা যার পাপড়ি ছিঁড়ে গিয়েছে এমন ফুল ব্যবহার করবেন না। এছাড়াও, পুজোর সময় লক্ষ্মী দেবীর আরাধনায় যে ফলগুলি ব্যবহার করা হয় সেগুলি যেন কাটা বা ভাঙা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে৷
advertisement
4/5
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মন্দিরের কাছে ভুল করেও চপ্পল বা নোংরা কাপড় স্তুপ করে রাখলে চলবে না৷ আসলে এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। দেবী লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিবেশ পরিচ্ছন্ন থাকে। এমন পরিস্থিতিতে মন্দিরের পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখুন।
advertisement
5/5
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Worship: মা লক্ষ্মীর পুজো এমন ফুলে নয়, অর্থ কষ্টে জেরবার হবে ঘর, দাম্পত্য সুখ উড়ে যাবে