Solar & Lunar Eclipse Dates 2026: আসছে এ বছরের প্রথম সূর্যগ্রহণ! দেখা যাবে ভারত থেকে? চন্দ্রগ্রহণ কবে? জানুন বছরভর সব গ্রহণের তারিখ ও দিনক্ষণ
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Solar & Lunar Eclipse Dates 2026:সব সময় সূর্যগ্রহণ হয় অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়৷ জেনে নিন এ বছর প্রথম সূর্যগ্রহণ কবে৷ কোন কোন দেশ থেকে দেখা যাবে, ভারতে আদৌ দৃশ্য কি না, সূতককাল-সহ নানা বিষয় জেনে নিন৷
advertisement
1/6

সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মহাজাগতিক ঘটনা৷ সৃষ্টির আবর্তন ও বিবর্তনের নিয়ম মেনে প্রতি বছরই গ্রহণ হয় মহাকাশে৷ পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস-নানা ধরনের গ্রহণ দেখা যায়৷ প্রতি গ্রহণ কোনও কোনও দেশে দেখা যায়৷ আবার কোনও কোনও দেশে দেখা যায় না৷ সব সময় সূর্যগ্রহণ হয় অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়৷ জেনে নিন এ বছর প্রথম সূর্যগ্রহণ কবে৷ কোন কোন দেশ থেকে দেখা যাবে, ভারতে আদৌ দৃশ্য কি না, সূতককাল-সহ নানা বিষয় জেনে নিন৷
advertisement
2/6
এ বছরের প্রথম গ্রহণ ১৭ ফেব্রুয়ারিতে ঘটবে এবং এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যা আগুনের বলয় নামেও পরিচিত। সূর্যের প্রায় ৯৬% অংশ প্রায় ২ মিনিট ২০ সেকেন্ডের জন্য ঢেকে থাকবে। এই গ্রহণ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে, কিন্তু ভারতে দেখা যাবে না, তাই সূতক প্রযোজ্য হবে না।
advertisement
3/6
২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ অগাস্ট বুধবার অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সূর্যের বলয়গ্রাস হবে। এটি ভারতে দৃশ্যমান হবে না। এটি আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা এবং আটলান্টিক অঞ্চলের কিছু অংশে দেখা যাবে।
advertisement
4/6
৩ মার্চ, ভারতে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় ৫৮ মিনিট স্থায়ী এই চন্দ্রগ্রহণ গাঢ় লাল রঙ ধারণ করবে, যার ফলে এটি ব্লাড মুন নামে পরিচিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এটি ২০২৯ সালের আগে শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ভারতে সূতককাল ধরা হবে।
advertisement
5/6
২০২৬ সালের শেষ চন্দ্রগ্রহণ ২৮ অগাস্ট ঘটবে। এই চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে, কিন্তু ভারতে নয়।
advertisement
6/6
সংক্ষেপে: ২০২৬ সালে চারটি গ্রহণ (দু’টি সূর্যগ্রহণ এবং দু’টি চন্দ্রগ্রহণ) হবে৷ তবে ভারতে কেবল ৩ মার্চের পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। বাকি দুই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Solar & Lunar Eclipse Dates 2026: আসছে এ বছরের প্রথম সূর্যগ্রহণ! দেখা যাবে ভারত থেকে? চন্দ্রগ্রহণ কবে? জানুন বছরভর সব গ্রহণের তারিখ ও দিনক্ষণ