বছরের শেষ সূর্যগ্রহণে কোন রাশির উপরে শনির দৃষ্টি! কার জীবনে নামবে 'গ্রহণের' করাল ছায়া? কার জীবনে ধরা দেবে সফলতা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে আগামিকাল। আর এই সূর্যগ্রহণের সময়েই বেশ কিছু রাশির উপর প্রভাব পড়তে চলেছে।
advertisement
1/14

বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে আগামিকাল। আর এই সূর্যগ্রহণের সময়েই বেশ কিছু রাশির উপর প্রভাব পড়তে চলেছে।
advertisement
2/14
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, যেহেতু ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্য হবে না তাই ভারতে এই গ্রহণের সূতককাল ধরা হবে না। তাই গর্ভবতী মহিলাদের এই সময় যে সাবধানতা অবলম্বন করা উচিত তা গ্রাহ্য হবে না। কিন্তু, এই সময় আশ্বিন অমাবস্যায় শুরু হওয়ার ফলে মীন রাশিতে শনির দৃষ্টি পড়বে। ফলে এই সূর্যগ্রহণের সময় কিছু রাশির সাফল্য আসলেও কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।
advertisement
3/14
মেষ রাশিএই রাশির জাতক/জাতিকাদের সূর্যগ্রহণ বিশেষ লাভজনক হতে চলেছে। পরিবারের সময় ভাল সময় কাটাতে পারবেন। এছাড়াও এই সময় ধনলাভ হতে পারে।
advertisement
4/14
বৃষ রাশিএই রাশির এই গ্রহণ ভাল ফল দেবে। এছাড়াও এই সময় এই রাশির ধনবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। একইসঙ্গে এই সময় কোনও শুভ সংবাদ পেতে পারেন। একই সঙ্গে এই সময় শিক্ষা এবং সন্তানদের ক্ষেত্রে শুভ ফল মিলবে।
advertisement
5/14
মিথুন রাশিএই রাশির জন্য আগামিকালের গ্রহণ ভাল-মন্দ মিশ্রিত ফল প্রদান করবে। এই সময় সন্তানকে নিয়ে চিন্তা বজায় থাকবে। এই সময় মানসিক চাপ বজায় থাকবে।
advertisement
6/14
কর্কট রাশিএই রাশির জন্য সূর্যগ্রহণ ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও, এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও, এই সময় আকস্মিকভাবে ধনলাভ হবে।
advertisement
7/14
সিংহ রাশিএই রাশির এই সময় শনির ধাইয়া চলছে ফলে এই সময় গ্রহণের প্রভাব দেখা যাবে। ফলে, এই সময়টা একটু সাবধানে থাকতে হবে।
advertisement
8/14
কন্যা রাশিএই রাশির জাতক/জাতিকাদের জন্য এই গ্রহণ অত্যন্ত অশুভ হতে চলেছে। এই সময় বিভিন্ন ক্ষেত্রে জাতক/জাতিকাদের সতর্ক থাকতে হবে। এছাড়াও এই সময় ধনহানির যোগ রয়েছে।
advertisement
9/14
তুলা রাশিএই রাশির জাতক/জাতিকাদের জন্য অশুভ হতে চলেছে। মানসিক চাপ এবং সংসারে অশান্তি বাড়তে পারে। খরচ বাড়তে পারে। এছাড়াও এই সময় অনেক জিনিস ভুলে যেতে পারেন।
advertisement
10/14
বৃশ্চিক রাশিএই রাশির জন্য সূর্যগ্রহণ লাকি হতে চলেছে। এই সময় আপনার জীবনে ভাল সংযোগের সৃষ্টি করতে চলেছে।
advertisement
11/14
মকর রাশিএই সময় আপনার জীবনে সাফল্য বয়ে আনবে। শনির দৃষ্টি থাকলেও মঙ্গলের প্রভাবে আপনি সমস্ত অশান্তি থেকে সহজেই রেহাই পাবেন।
advertisement
12/14
কুম্ভ রাশিএই রাশির জন্য সূর্যগ্রহণ চিন্তা এবং অস্থিরতা বয়ে আনবে। এই সময় আপনি বিভিন্ন রোগ নিয়ে চিন্তিত হতে পারেন।
advertisement
13/14
মীন রাশিএই রাশির জাতক/জাতিকাদের জন্য সূর্যগ্রহণ দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি করতে পারে। এই সময় আপনার জীবনে অশান্তির সৃষ্টি হবে। তাই একটু সাবধানে থাকবেন।
advertisement
14/14
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বছরের শেষ সূর্যগ্রহণে কোন রাশির উপরে শনির দৃষ্টি! কার জীবনে নামবে 'গ্রহণের' করাল ছায়া? কার জীবনে ধরা দেবে সফলতা?