Solar Eclipse 2023: চলতি সপ্তাহেই ঘটতে চলেছে সূর্যগ্রহণ, তৈরি হবে এক বিরল দৃশ্য; কোন কোন জায়গা থেকে দেখা যাবে জানুন বিশদে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Solar Eclipse 2023: আগামী ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে আকাশে একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন তাঁরা। আসলে আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে বার্ষিক ‘রিং অফ ফায়ার’ সূর্যগ্রহণের আংশিক দৃশ্য দেখা যাবে।
advertisement
1/6

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয় নিয়ে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য দারুণ ভাল খবর। কারণ আগামী ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে আকাশে একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন তাঁরা। আসলে আগামী শনিবার আমেরিকার বেশিরভাগ অংশে বার্ষিক ‘রিং অফ ফায়ার’ সূর্য গ্রহণের আংশিক দৃশ্য দেখা যাবে। আর ২০১২ সালের পর এই প্রথম এমন দৃশ্যের সাক্ষী থাকবে মানুষ। (Representative Image)
advertisement
2/6
'ওয়াশিংটন পোস্ট'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে, যার কারণে এর বেশিরভাগ অংশই ঢাকা পড়ে যাবে। তবে এর ফলে দুর্দান্ত একটি বৃত্তাকার বলয় দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার বেশ কিছু দেশের মানুষ পশ্চিম গোলার্ধে এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে।
advertisement
3/6
এই বিশেষ বলয়াকার সূর্যগ্রহণ তখনই ঘটে, যখন চাঁদ পৃথিবী থেকে তার দূরবর্তী বিন্দুতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে যায়। এই কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে দিতে পারে না। যার কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্তীয় অংশ দৃশ্যমান হয়। বলা ভাল, সেটি অনেকটা 'আগুনের বলয়'-এর মতো দেখায়।
advertisement
4/6
চাঁদ যখন পৃথিবীর এতটাই কাছে থাকে যে, এটিকে আকাশে সূর্যের মতো বড় দেখায়, তখনই পূর্ণ সূর্য গ্রহণ ঘটে। আগামী ১৪ অক্টোবর ওরেগন উপকূল থেকে টেক্সাস উপসাগরীয় উপকূলের মধ্যবর্তী অংশে এই আংশিক সূর্য গ্রহণ চাক্ষুষ করার সুযোগ মিলবে।
advertisement
5/6
ভারতে কি সূর্যগ্রহণ দেখা যাবে? নাসা-র তরফে জানানো হয়েছে যে, আবহাওয়া অনুকূল থাকলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেক্সিকো, আইডাহো, কলোরাডো, অ্যারিজোনা এবং টেক্সাসের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকে। এরপরে এটি মেক্সিকো এবং মধ্য আমেরিকার মধ্য দিয়ে যাবে, তারপরে এটি দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে যাবে। আটলান্টিক মহাসাগরে সূর্যাস্তের সময় আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনও সময় ১৪ অক্টোবরের আংশিক সূর্যগ্রহণের গড় সময় হবে চার থেকে পাঁচ মিনিট। চলতি বছর ভারতে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না। ভারত এবং বিশ্বের অন্যান্য অংশের মানুষ এটি NASA-র YouTube চ্যানেলের অফিসিয়াল সম্প্রচারের মাধ্যমে দেখতে পারবে।
advertisement
6/6
সূর্যগ্রহণের সময় সতর্কতা: আংশিক সূর্যগ্রহণের সময় চাঁদ কখনওই সূর্যকে পুরোপুরি ঢেকে রাখে না। তাই সূর্য দেখার জন্য বিশেষ সুরক্ষা চশমা ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকানো কখনওই নিরাপদ নয়। দৃষ্টিশক্তির কোনও রকম ক্ষতি এড়ানোর জন্য সুরক্ষা চশমার প্রয়োজন হবে। নাসার মতে, এই ধরনের চশমা সাধারণ চশমার চেয়ে হাজার গুণ সুরক্ষা দিতে পারে। এই চশমাগুলিও আইএসও মানের হওয়া উচিত। ক্যামেরা, টেলিস্কোপ, বাইনোকুলার বা অন্য কোনও অপটিক্যাল যন্ত্র দিয়ে সূর্যের দিকে তাকানোও ঠিক নয়। কারণ সূর্যগ্রহণ এই সব যন্ত্রের ফিল্টার নষ্ট তো করবেই, তার পাশাপাশি চোখেরও ক্ষতি করবে। গ্রহণ দেখার আর একটি উপায় হল, একটি পিনহোল প্রজেক্টর ব্যবহার করা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Solar Eclipse 2023: চলতি সপ্তাহেই ঘটতে চলেছে সূর্যগ্রহণ, তৈরি হবে এক বিরল দৃশ্য; কোন কোন জায়গা থেকে দেখা যাবে জানুন বিশদে