TRENDING:

Surya Grahan 2021: রাশিতে রাশিতে রাহু-কেতুর কুপ্রভাব, Solar Eclipse-র সময় জপ করুন এই মন্ত্র

Last Updated:
Solar Eclipse 2021: এবার প্রায় চার ঘণ্টার সূর্যগ্রহণে (Surya Grahan 2021) অবধি রাহু ও কেতুর (Rahu-Ketu) কালো ছায়া পৃথিবীতে পড়বে৷
advertisement
1/8
রাশিতে রাশিতে রাহু-কেতুর কুপ্রভাব, সূর্য গ্রহণের সময় জপ করুন এই মন্ত্র
#কলকাতা: এই বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2021) হবে ডিসেম্বরের ৪ তারিখে৷ বিজ্ঞানীদের কাছে এই গ্রহণ বিভিন্ন কারণে বিশেষ৷ অন্যদিকে হিন্দু ধর্মে বিভিন্ন প্রচলিত কথা অনুযায়ি রাহু ও কেতুর (Rahu-Ketu) কালো ছায়া পৃথিবীতে পড়বে৷ যার থেকে মানুষ ওপশু-পাখির ওপর পড়ে৷ এবার প্রায় চার ঘণ্টার সূর্যগ্রহণে (Surya Grahan 2021) অবধি রাহু ও কেতুর (Rahu-Ketu) কালো ছায়া পৃথিবীতে পড়বে৷ যখন গ্রহণের সময় ঘরে একাধিক নিয়ম পালন করতে হবে৷ এই খারাপ প্রভাব থেকে বাঁচার সময় সূর্যগ্রহণের সময় বিশেষ মন্ত্র ( Surya Grahan 2021 Mantra) পাঠ করতে হবে৷
advertisement
2/8
শাস্ত্র অনুযায়ি গ্রহণের সময় কোনও শুভকাজ করতে হয় না৷ তাই চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক (Surya Grahan 2021) সেই সময় বড় কাজে হাত দেবেন না৷ সূর্যগ্রহণের ( (Solar Eclipse) ক্ষেত্রে আলাদা আলাদা রাশিতে (Zodiac Signs) আলাদা আলাদা প্রভাব পড়বে৷ এই সময় কিছু বিশেষ মন্ত্র পাঠ করতে হবে৷ এমন কিছু মন্ত্র ( Surya Grahan 2021 Mantra) জেনে নিন যাতে শত্রু নাশ হয় এবং সমস্ত সংকট দূর হয়ে যায়৷
advertisement
3/8
গ্রহণের সময় এই মন্ত্রের জপ (Surya Grahan Mantra) ১) নেগেটিভ এনার্জির নাশ করতে হয় ওঁ হ্রিং বগলামুখী সর্বদুষ্টণাং বাচং মুখং পদং স্তম্ভ জিহ্বায়াং কীলয় বুদ্ধি বিনাশায় হ্রিং ওঁ স্বাহা৷৷
advertisement
4/8
যদি নিজেকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচাতে চান তাহলে শত্রুদের ওপর জয় পাওয়া যায়৷ সূর্যগ্রহণের সময় মালা হাতে জপ করুন৷ ২) ধন লাভের জন্য ওঁ শ্রী হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ -প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্যৈ নমঃ৷৷
advertisement
5/8
যদি সূর্যগ্রহণ চলাকালীন এই মন্ত্র জপ করার সময় মা লক্ষ্মী খুশি হবেন৷ জপের জন্য লাভ হবে৷ ধন লাভের সম্ভবনা তৈরি হবে৷ ৩) খারাপ শক্তির নাশ বিধুন্তুদ নমস্তুভ্যং সিংহিকানন্দনাচূ্যত দানেনানেন নাগস্য রক্ষ মাং বৈধজাদ্রযাত৷৷
advertisement
6/8
গ্রহণের সময়ে মন্ত্র জপ করার সময় খারাপ শক্তি নাশ হবে৷ গ্রহণ কালে খারাপ প্রভাব থেকে রক্ষা করে৷ ৪) শান্তি বজায় রাখার জন্য তমোময় মহাভীম সোমসূর্যবিমর্দন৷ হেমতারাপ্রদানেন মম শান্তিপ্রদো ভব৷৷
advertisement
7/8
গ্রহণের মধ্যে এই মন্ত্র জপ করার জন্য শান্তি হয়৷ রাহু-কেতুর প্রভাব কমাতে হবে৷ ৫) সিদ্ধিপ্রাপ্ত করতে হলে ওঁ মাং ভয়াৎ সর্বতো রক্ষ, শ্রিয়ং বর্ধ্য সর্বদা৷ শরীরারোগ্যং মে দেহি, দেব-দেব নমোস্তু তে৷৷
advertisement
8/8
সূর্যগ্রহণের পরে খারাপ প্রভাব থেকে বাঁচতে চাইলে সব জিনিসে গঙ্গা জল ছিটিয়ে দিন, সব কিছু পরিষ্কার করুন৷ গরুকে খেতে দিন৷ গরুকে খাওয়ালে সূর্যগ্রহণের কুপ্রভাব কেটে যায়৷ -Disclaimer- সূর্যগ্রহণের এই সমস্ত আচার -উপাচার নিউজ ১৮ -র নিজের ভাবনা নয়, জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতের আধারে এই খবর৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2021: রাশিতে রাশিতে রাহু-কেতুর কুপ্রভাব, Solar Eclipse-র সময় জপ করুন এই মন্ত্র
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল