Sleeping Positions As Per Vastu: ঘুমোনোর সময় এই ভুল করছেন না তো? সব শেষ হয়ে যাবে! রোগে ধরবে! চরম অভাবে পড়বেন! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Sleeping Positions As Per Vastu: ভুলেও করবেন না এই ভুল! জীবনে চরম সর্বনাশ ঘটে যাবে! বিছানাতেই লুকিয়ে আছে আপনার সৌভাগ্য!
advertisement
1/6

ঘুমোনোর জন্য কিছু নিয়ম মেনে চলা হয় বাস্তু মতে। যে কোনও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য ঘুম খুবই জরুরি। আর বাস্তু মত মেনে ঘুমোলে জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না!photo source collected
advertisement
2/6
বাস্তু অনুসারে সঠিক দিকে ঘুমোলে রোগ প্রতিরোধ হয়। অন্যদিকে ভুল দিকে ঘুমোলে অসুস্থতা, চাপ ,আলস্য এবং নেতিবাচক শক্তি সমস্ত কিছু জীবনকে ঘিরে ধরে।photo source collected
advertisement
3/6
বাস্তু অনুসারে উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। বাস্তুতে ঘুমোনোর জন্য উত্তর দিকে অশুভ বলে মনে করা হয়। এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় উত্তর দিকে মাথা করে ঘুমোলে অনেক বড় রোগের সম্মুখীন হতে হয়।photo source collected
advertisement
4/6
পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে স্মৃতিশক্তি একাগ্রতা এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ে।photo source collected
advertisement
5/6
বাস্তু অনুসারে দক্ষিণ-পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো শুভ । এইদিকে মাথা রেখে ঘুমোলে শিক্ষা এবং কর্মজীবনের নতুন সুযোগ আসে। সংসারে আয় উন্নতি বাড়ে! টাকা আসার যোগ অনেক বেড়ে যায়! photo source collected
advertisement
6/6
এছাড়া পূর্ব দিকে মুখ করে ঘুমোলে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায়। এছাড়া যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তার পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত। photo source collected
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sleeping Positions As Per Vastu: ঘুমোনোর সময় এই ভুল করছেন না তো? সব শেষ হয়ে যাবে! রোগে ধরবে! চরম অভাবে পড়বেন! জানুন