Large Cap SIP Investment: ৫ বছরে ধামাকা রিটার্ন! লার্জক্যাপ এসআইপিতেই লক্ষ লক্ষ টাকার মালিক ৫টি মিউচ্যুয়াল ফান্ডে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Large Cap SIP Investment: ৫ বছরের ৫টি লার্জক্যাপে মোটা টাকা ঢুকবে ঘরে, মিউচ্যুয়াল ফান্ড এসআইপিতে ভরপুর টাকা
advertisement
1/13

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকেই আজকের দিনে পছন্দ করে থাকেন ৷ এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা সব থেকে বেশি লাভ হতে পারে সেই প্রকল্পই পছন্দ করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
লার্জক্যাপে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় ৷ লার্জক্যাপ মিউচ্যুয়াল ফান্ডে পাঁচটি ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভাল রিটার্ন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
পাঁচ বছরে এমন রিটার্ন পাওয়া যাবে যা বিশেষ করে কাজে লাগতে পারে ৷ এবার একনজরে দেখে নেওয়া যাক সেই পাঁচটি লার্জ মিউচ্যুয়াল ফান্ডের ক্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
মিউচ্যুয়াল ফান্ডে কম ঝুঁকিতে ভাল ফান্ড যাতে পাওয়া যায় সেই দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে ৷ কম ঝুঁকিতে ভাল ফান্ডে বিনিয়োগ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
লার্জক্যাপ মিউচ্যুয়াল ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন ৷ লার্জক্যাপে ঝুঁকি কম হয়ে থাকে তার সঙ্গে ভাল টাকাও পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
দীর্ঘ সময়ের বিনিয়োগের কথা ভাবলে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ সব থেকে ভাল অপশন পাঁচ বছরের জন্য বার্ষিক ২৭ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
সব থেকে বড় কথা হল মাসে ১২,০০০ টাকা করে এসআইপি করলে বিনিয়োগ ৭,২০,০০০ থেকে বেড়ে ১৪,০১,৮৫৭ টাকা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
আইসিআইসি ব্লু চিপ ফান্ড একটি অত্যন্ত পরিমাণে ভাল বিকল্প হতে পারে ৷ পাঁচ বছরে বার্ষিক ২৪ শতাংশ রিটার্ন পাওয়া যায় ৷ যদি বছরে ১২,০০০ টাকা করে বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে ৭,২০,০০০ টাকা বিনিয়োগ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
বছরে হতে পারে ১৩,০৪,৬৯৪ টাকা পাবেন অতি সহজেই ৷ কম টাকায় ভাল বিনিয়োগ ইনভেসকো ইন্ডিয়া লার্জ ক্যাপ একটি ভাল বিকল্প বলেই মনে করা হয় ৷ ৫ বছরে অত্যন্ত ভাল রিটার্ন পাওয়া যাবে ৷ বার্ষিক ১২,৭৩,৬৫৮ টাকার একটি ফান্ড তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
ডিএসপি লার্জক্যাপ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন ৷ DSP Large Cap Fund ৫ বছরে ২২ শতাংশে ব্যাপক পরিমাণে রিটার্ন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
এতে মাসে ১২,০০০ টাকা মাসিক এসআইপি ৭,২০,০০০ টাকা হবে, বিনিয়োগের ফলে ১২,৪৩.২৭৯ লক্ষ টাকা হবে বর্তমানে ৷ দীর্ঘ সময় ধরে এতে ভাল করে রিটার্ন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
এইচডিএফসি লার্জক্যাপে পাঁচ বছরের জন্য বিরাট রিটার্ন পেতে পারেন ৷ HDFC Large Cap Fund ৫ বছরে ৩০ শতাংশ করে বার্ষিক রিটার্ন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে পারেন ৷ বিনিয়োগের জন্য দারুণ অপশন হতে পারে ৷ মাসে ১২,০০০ টাকা করে বিনিয়োগ করলে ৫ বছরে হবে ৭,২০,০০০ টাকা হবে যা বর্তমানে ১৫,০৫,৩৪৩ টাকার মূল্যে পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Large Cap SIP Investment: ৫ বছরে ধামাকা রিটার্ন! লার্জক্যাপ এসআইপিতেই লক্ষ লক্ষ টাকার মালিক ৫টি মিউচ্যুয়াল ফান্ডে