TRENDING:

রুপো পরলেই মিলবে সৌভাগ্য! কোন কোন রাশির জন্য রুপোর গয়না সবচেয়ে শুভ? মিলবে গ্রহদোষের মুক্তি!

Last Updated:
এছাড়া রুপো সোনার মতো দামী ধাতু না হওয়ায় রুপোয় গয়না কিনতে পকেটে খুব একটা বেশি চাপও পড়ে না। রুপোর দুল, হার, অ্যাংলেট যেমন ট্রেন্ডি, তেমন দেখতেও সুন্দর লাগে। এছাড়া জ্যোতিষ অনুসারেও রুপো অত্যন্ত উপকারী একটি ধাতু।
advertisement
1/7
রুপো পরলেই মিলবে সৌভাগ্য! কোন কোন রাশির জন্য রুপোর গয়না সবচেয়ে শুভ? মিলবে গ্রহদোষের মুক্তি
মহিলারা রুপোর গয়না পরতে বেশ ভালোবাসেন। আমাদের দেশে সোনার পরেই গয়নার জন্য যে ধাতুর চাহিদা সবথেকে বেশি তা হল রুপো। এছাড়া রুপো সোনার মতো দামী ধাতু না হওয়ায় রুপোয় গয়না কিনতে পকেটে খুব একটা বেশি চাপও পড়ে না। রুপোর দুল, হার, অ্যাংলেট যেমন ট্রেন্ডি, তেমন দেখতেও সুন্দর লাগে। এছাড়া জ্যোতিষ অনুসারেও রুপো অত্যন্ত উপকারী একটি ধাতু।
advertisement
2/7
রুপো একই সঙ্গে শুক্র ও চন্দ্রের উপর প্রভাব বিস্তার করে। জ্যোতিষ অনুসারে চন্দ্র আমাদের মনের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার শুক্র হল প্রেম, ভালোবাসা, সৌন্দর্য ও বিলাসিতার কারক গ্রহ। তাই রুপো পরলে যেমন আমাদের মন ভালো থাকে, তেমনই বিলাসী জীবন কাটানো সম্ভব হয়।
advertisement
3/7
রুপোর গয়নার প্রভাবএই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার, জানাচ্ছেন যে রুপো যার জন্য শুভ, তিনি রুপোর গয়না পরলে নানা লাভজনক ফল পাবেন। রুপোর প্রভাবে জাতক প্রচুর অর্থলাভ করতে পারেন। শুধুমাত্র রুপোর গয়না পরেই অনেক জাতক তাঁদের জীবনে উল্লেখযোগ্য শুভ পরিবর্তন দেখতে পাবেন। তবে রুপো সবার জন্য শুভ প্রভাব নিয়ে আসে না। জেনে নিন রুপো কোন কোন রাশির জাতকদের জন্য শুভ।
advertisement
4/7
বৃষ রাশিরুপোর গয়না পরা দারুণ শুভ বৃষ রাশির জাতকদের জন্য। রুপো এদের জীবনে আশীর্বাদের মতো আসতে পারে। রুপো পরলে বৃষের জাতকদের রাগ নিয়ন্ত্রণে থাকে। এর ফলে কারও সঙ্গে সহজে ঝামেলায় জড়িয়ে পড়েন না এঁরা। রুপোর প্রভাবে বৃষ রাশির জাতকরা কেরিয়ারে উন্নতি করেন।
advertisement
5/7
কর্কট রাশিজ্যোতিষ অনুসারে রুপো পরলে তার শুভ ফল লাভ করেন কর্কট রাশির জাতকরা। রুপো এঁদের মন ভালো রাখে, আবেগপ্রবণ কর্কট রাশির জাতকদের আবেগে ভেসে যেতে দেয় না রুপো। রুপোর গয়না পরে থাকলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এঁরা। পাশাপাশি এর ফলে তাঁদের জীবনে উন্নতির পথ খুলে যায়। এ ছাড়া রুপো পরলে স্বাস্থ্যও ভালো থাকে কর্কট রাশির জাতকদের।
advertisement
6/7
তুলা রাশিতুলা রাশির গ্রহ অধিপতি হল শুক্র। তুলা রাশির জাতকরা সব কাজ ভেবেচিন্তে করেন। এঁরা সবদিকে ব্যালান্স বজায় রাখতে পারেন। কিন্তু অনেক সময় নিজেদের চিন্তাতেই হারিয়ে যান এঁরা। রুপো পরলে তুলার জাতকদের এই সমস্যার সমাধান হবে। অনেক পজ়িটিভ পরিবর্তন তাঁদের জীবনে ঘটবে। রুপো পরলে তুলার জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক ও পারিবারিক অবস্থায় উন্নতি ঘটবে।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
রুপো পরলেই মিলবে সৌভাগ্য! কোন কোন রাশির জন্য রুপোর গয়না সবচেয়ে শুভ? মিলবে গ্রহদোষের মুক্তি!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল