Maa Lakshmi Home Remedies: শুক্রবারের মহাটোটকায় সন্তুষ্ট মা লক্ষ্মী! কখনও টাকার অভাব হবেনা, ভরা থাকবে পয়সার ব্যাগ
- Published by:Arjun Neogi
Last Updated:
Maa Lakshmi Home Remedies: শুক্রবারের বিশেষ উপায়ে ধনদৌলত উপচে পড়বে সংসারে
advertisement
1/16

Vastu Shastra: প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে জীবনে সমস্ত রকমের সুযোগ সুবিধা বা সুখ ভোগ করার ৷ এই কারণেই দিনরাত অতিরিক্ত পরিশ্রম করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
Vastu Shastra: শুধুই পরিশ্রমের ফলে সাফল্য পাওয়া যায়না তার সঙ্গে ভাগ্যের সঙ্গ পাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
Vastu Shastra: গ্রহ নক্ষত্রের কারণে জীবনে ধন দৌলতের অভাব অনটন দেখা দেয় এমন হলেই মা লক্ষ্মীর পুজো করতে হয় সময় মত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
Vastu Shastra: জ্যোতিষ মতে শুক্রবার মা লক্ষ্মীর নামে অর্পিত ৷ যদি পুজো মা লক্ষ্মী স্বীকার করে নেন ৷ তবে জীবনে কোনও রকমের সমস্যা থাকেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
Vastu Shastra: শুক্রবার বেশ কিছু বিশেষ উপায়ও রয়েছে যা জীবনে প্রয়োগ করলে জীবন আরও সুখের হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
Vastu Shastra: শুক্রবারের কিছু মহাটোটকা এক্কেবারে জীবনে বিশাল উন্নতি সৃষ্টি করে ৷ শুক্রবার মা লক্ষ্মীর পুজো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
Vastu Shastra: শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন ৷ একই সঙ্গে লক্ষ্মী স্তোত্রপাঠ করলে বিশেষ ভাল ফল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
Vastu Shastra: তবে মা ধনলক্ষ্মীর পুজো শুক্রবার, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে লক্ষ্মীর পুজো বৃহস্পতিবার করা হয়ে থাকে ৷ সাধারণত বৃহস্পতিবারই বাঙালিদের মধ্যে গৃহস্থে লক্ষ্মীপুজোর প্রচলন আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
Vastu Shastra: এই ভাবে পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন বাড়িতে ধনাগমন হয়ে থাকে অত্যন্ত পরিমাণে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
Vastu Shastra: জীবনে সুখ সমৃদ্ধি ও উন্নতির জন্য শুক্রবার মা লক্ষ্মীর পায়ে পদ্মফুল অর্পণ করলে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
Vastu Shastra: মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্ত প্রিয়, নইলে গোলাপও অর্পিত করা যেতে পারে মায়ের পায়ে ৷ মা লক্ষ্মী প্রসন্ন হয়ে গৃহস্থে প্রবেশ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
Vastu Shastra: শুক্রবার মা লক্ষ্মীর ব্রতপাঠ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন ৷ এইদিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
Vastu Shastra: সেই প্রসাদ ৬ বছরের কন্যা বা বালিকাকে দিয়ে পরিবেশন করালে অত্যন্ত সুখের হয়ে থাকে ৷ এমন করলে ঋণমুক্তি হয় সহজেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
Vastu Shastra: আটকে থাকা সকল কাজ এবার সম্পন্ন হয় ৷ অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হয় ৷ শুক্রবার পুজোর সামগ্রী অর্পিত করলে ভাল ফল পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
Vastu Shastra: সামগ্রী এয়ো স্ত্রীদের দিলে সমস্ত মনষ্কামনা পূরণ হয় ৷ জীবনে অপার সুখ ও সমৃদ্ধি আসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
Vastu Shastra, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maa Lakshmi Home Remedies: শুক্রবারের মহাটোটকায় সন্তুষ্ট মা লক্ষ্মী! কখনও টাকার অভাব হবেনা, ভরা থাকবে পয়সার ব্যাগ