Shukra Planet Uday 2025 In Capricorn: শনির ঘরে শুক্রের উদয়, আগুন ঝরানো সামনের তিন মাস, রূপে লাবণ্যে ভরপুর সৌন্দর্য, ষোলো শৃঙ্গার সম্পন্ন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shukra Planet Uday 2025 In Capricorn: শুক্রের উদয়ে বড়দিন, টাকার সঙ্গে পদপ্রাপ্তি, সমাজে বড় সম্মান, জীবন এবার আগের থেকে আরও ভাল
advertisement
1/13

ধন ও বৈভবের দেবতা শুক্র একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন, যার ফলে জাতক-জাতিকার জীবনে কখনও সু ও কুপ্রভাব বিস্তার করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
যখনই শুক্র রাশি পরিবর্তন করে থাকে তখনই কোনও না কোনও প্রভাব বিস্তার করে থাকে জীবনে ৷ শুক্র ফেব্রুয়ারি মাসে উদিত হতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
শনির ঘর মকরে বন্ধু শুক্র উদিত হতে চলেছেন ৷ এরফলে জাতক-জাতিকার জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
কেরিয়ারে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ সব থেকে ভাল বিষয় এবার হাতের মুঠোয় টাকা পয়সা আসবে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানা গিয়েছে কেরিয়ারে বাম্পার উড়ানের সঙ্গে সঙ্গেই এবার টাকা পয়সার সমস্যা মিটে যাবে ৷ সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
মীন রাশির জাতক-জাতিকা শুক্রের উদয়ে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখবেন ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ কেননা শুক্রের উদয়ে লাভের লাভ হবে বৃহস্পতির রাশির ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
যাঁরা যোগাযোগ, সঙ্গীত, অভিনয়ের ক্ষেত্রে লাভ পাবেন ৷ সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকা ৷ টাকা পয়সা আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
রাশির একাদশতম ঘরে টাকা সব সময়ের মধ্যে টাকা পয়সা জীবনে, লক্ষ সহজেই প্রাপ্ত হবে, জীবনের বাধা বিপত্তি কেটে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
বৃষ রাশির জাতক-জাতিকারা শুক্রের উদয়ের ফলে নতুন করে জীবন শুরু করতে পারবেন জীবনের সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
দেশে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন ৷ বাড়িতে ধার্মিক বা মাঙ্গলিক কাজে বিশেষ গতি আসবে ৷ জীবনের নানান সমস্যার সমাধান হবে এবার ৷ সুখের দিন আসছে বলেই এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
মিথুন রাশির জাতক-জাতিকারা পাবেন অত্যন্ত পরিমাণে সুখ ৷ জীবনের সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা, বুদ্ধিদাতা বুধের কৃপার সঙ্গে সঙ্গে শুক্রের কৃপাও পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
কেরিয়ার, ব্যবসা বাণিজ্যে ঝড় তুলবেন জাতক-জাতিকা ৷ চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতকর পরিস্থিতি আসবে ৷ নানান যোজনায় এবার সাফল্য আসবে ৷ বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Planet Uday 2025 In Capricorn: শনির ঘরে শুক্রের উদয়, আগুন ঝরানো সামনের তিন মাস, রূপে লাবণ্যে ভরপুর সৌন্দর্য, ষোলো শৃঙ্গার সম্পন্ন