Shukra Guru Yuti 2023: আর মাত্র কয়েকদিন, সুখের দেবতা শুক্র জোট বাঁধবেন বৃহস্পতির ঘরে, এই চার রাশির ঘরে হবে টাকার বৃষ্টি!
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Shukra Guru Yuti 2023: গ্রহদের গুরু বৃহস্পতি ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে শুক্র। প্রধান দুটি গ্রহের এই বিরল উপস্থিতির কারণে তৈরি হবে মালব্য রাজ যোগ। এর ফলে ৩টি রাশির ভাগ্য পরিবর্তন হবে। দেখে নেওয়া যাক সৌভাগ্যবান সেই রাশিগুলোর তালিকা।
advertisement
1/5

শুক্র দেবকে গ্রহদের রাজকুমার বলা হয়। তিনি সুবিধা এবং সম্পদ প্রদান করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ যখনই তাঁর রাশি পরিবর্তন করে, তখনই বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে। সমস্ত ইচ্ছা পূরণ হয়। শুক্র ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে গমন করবে। গ্রহদের গুরু বৃহস্পতি ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে শুক্র। প্রধান দুটি গ্রহের এই বিরল উপস্থিতির কারণে তৈরি হবে মালব্য রাজ যোগ। এর ফলে ৩টি রাশির ভাগ্য পরিবর্তন হবে। দেখে নেওয়া যাক সৌভাগ্যবান সেই রাশিগুলোর তালিকা।
advertisement
2/5
ধনু রাশি- শুক্র ও বৃহস্পতি একই সঙ্গে অবস্থান করায় ভাগ্য খুলবে ধনু রাশির জাতক-জাতিকাদের। বিবাহিত জীবনে আসবে সমৃদ্ধি। জীবনসঙ্গীর প্রতি প্রেম বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার যোগও রয়েছে। কর্মক্ষেত্রে পদন্নোতি বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। নতুন চাকরির প্রস্তাব মিলতে পারে। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও সৌভাগ্য বয়ে আনবে শুক্র ও বৃহস্পতির যোগ। মালব্য রাজ যোগ গঠনের ফলে বিদেশ ভ্রমণের স্বপন পূরণ হতে পারে। অনেক আটকে থাকা কাজ শেষ করা সম্ভব হবে। জীবনসঙ্গীর সঙ্গে মনের মিল বাড়বে। ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রস্তাব আসতে পারে। মিলতে পারে সরকারি চাকরি। সমাজে সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। সরকারের কাছ থেকেও বিশেষ সুবিধা মিলতে পারে।
advertisement
4/5
মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও সময়টা অত্যন্ত শুভ। শুক্র ও বৃহস্পতির মেলবন্ধনে কর্মজীবনে আশাতীত সাফল্য মিলবে। নতুন যানবাহন বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রের কৃপায় বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। বাড়িতে আসতে পারে বিলাসবহুল জিনিস। শ্রমজীবী মানুষের উন্নতি অনিবার্য। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে।
advertisement
5/5
কর্কট রাশি- কর্কট রাশির নবম ঘরে শুক্র-গুরুর যোগ। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় অধিক লাভের পাশাপাশি চাকরিতেও সুখবর আসবে। কর্কট রাশির জাতক-জাতিকারা চাকরিতে পদোন্নতি পেতে পারেন। আয় দ্রুত বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রতিটি কাজেই মিলবে সফলতা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Guru Yuti 2023: আর মাত্র কয়েকদিন, সুখের দেবতা শুক্র জোট বাঁধবেন বৃহস্পতির ঘরে, এই চার রাশির ঘরে হবে টাকার বৃষ্টি!