TRENDING:

Shukra Gochar in Kumbha: কুম্ভতে গোচর শুক্রের, এত্ত এত্ত টাকা পয়সা রাখবেন কোথায়, ডবল ধামাল এই রাশিগুলির

Last Updated:
Venus Transit in Kumbh: বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে তোলপাড় করা অবস্থান বদল হবে৷ কোন কোন রাশি এই সময়ে ডবল লাভে থাকবে৷
advertisement
1/9
কুম্ভতে গোচর শুক্রের, এত্ত এত্ত টাকা পয়সা রাখবেন কোথায়, ডবল ধামাল এই রাশিগুলির
Venus Transit in Kumbh:  ধন ও ঐশ্বর্য্যের দাতা শুক্র৷ তাই এই গ্রহের অবস্থান পরিবর্তনে ১২ রাশির জাতক-জাতিকার উপরেই এর প্রভাব পড়ে৷ দৈত্যদের গুরু শুক্র ৭ মার্চ ২০২৪ এ ১০.৩৩ এ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে৷ কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশে বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে তোলপাড় করা অবস্থান বদল হবে৷ কোন কোন রাশি এই সময়ে ডবল লাভে থাকবে৷
advertisement
2/9
শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ একাধিক জাতক-জাতিকার জন্য প্রভাব ফেলতে পারে৷ কুম্ভ রাশির স্বামী শনি৷ তার শুক্রের সঙ্গে মিত্রতার ভাব রয়েছে৷ এরফলে শুক্র কিছু রাশিকে পথ দেখাতে পারবে৷ জীবন জোশ ও উদ্দীপনায় ভরা থাকবে৷ পাশাপাশি কেরিয়ারেও উন্নতির পথ খোলা থাকবে৷
advertisement
3/9
বৃষ রাশিএই রাশিতে শুক্র দশমভাবে গোচর করেছে৷ এই রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভ পাবেন৷ কেরিয়ারের হিসেবে রাশির জাতক-জাতিকার জীবনে সদর্থক প্রভাব পড়তে চলেছে৷ আপনার কাজ প্রশংসিত হবে৷ যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা নতুন চাকরি পেতে পারেন৷
advertisement
4/9
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে৷ কিন্তু টাকা পয়সা খরচের বিষয়ে একটু সমঝে চলুন৷ আপনি টাকা রোজগারের যেরকম একাধিক সোর্স পাবেন তেমনিই টাকা খরচের জায়গায় অনেক বাড়বে৷  পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন৷ দাম্পত্য জীবনে খুশি বজায় থাকবে৷ সন্তানের কাছ থেকেও ভাল খবর পাবেন৷
advertisement
5/9
কর্কট রাশিএই রাশি শুক্রের অষ্টম ভাবে গোচর করছে৷ ফলে এই রাশির জাতক-জাতিকার শিক্ষা ক্ষেত্রে প্রচুর লাভ হবে৷ উচ্চশিক্ষা পাওয়ার জন্য স্বপ্নপূরণ হবে৷ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা পড়াশুনো করছেন তাঁরা সেই পড়ুয়ারা বড় সাফল্য পাবেন৷ যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা এই সময়ে সুখবর পাবেন৷ চাকরি সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে৷
advertisement
6/9
কেরিয়ারের দিক থেকেও দারুণ ভাল সময় যাবে৷ আপনার থেকে উচ্চপদে যাঁরা রয়েছেন তাঁরা আপনাকে পুরোপুরি সমর্থণ করবেন৷ আপনার বিচারধারায় বহু মানুষ প্রভাবিত হবেন৷ আয়ের নতুন উৎসমুখ খুলবে৷ আপনি সঞ্চয় করতে সমর্থ হবেন৷
advertisement
7/9
ধনু রাশিধনু রাশির তৃতীয় ভাবে গোচর হয়েছে শুক্রের৷ ফলে এই রাশির জাতক-জাতিকার জন্য সুখবর আসবে৷ কাজের জন্য কোনও স্বল্প দূরবর্তী স্থানে যেতে হতে পারে৷ ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা পজিটিভ এফেক্ট পাবেন৷ চিন্তাভাবনা করে বিনিয়োগ করুন৷
advertisement
8/9
এটা ভবিষ্যতের জন্য বড়সড় লাভদায়ক হবে৷ এই সময়ে সম্পত্তি, গাড়ি, বা বাড়িতে ইনভেস্টমেন্ট করুন যা লাভজনক সিদ্ধ হবে৷ পরিবারের সঙ্গে ভাল সময় কাটানো হবে এই সময়েই৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়৷ প্রচলিত মতের ভিত্তিতেই এই প্রতিবেদন, সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar in Kumbha: কুম্ভতে গোচর শুক্রের, এত্ত এত্ত টাকা পয়সা রাখবেন কোথায়, ডবল ধামাল এই রাশিগুলির
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল