TRENDING:

Astrology: ডিসেম্বরের শেষেই স্থান বদল শুক্রের! টাকা, প্রোমোশন...সাফল্যের চূড়োয় ৪ রাশি, '২৬ সালেও চলবে গোল্ডেন টাইম

Last Updated:
Shukra gochar rashifal: ডিসেম্বরের শেষেই স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ৷ প্রেম আর সুখের কারক গ্রহ শুক্র তার নিজেরই নক্ষত্র, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর হতে চলেছে৷
advertisement
1/9
ডিসেম্বরের শেষেই স্থান বদল শুক্রের! টাকা, প্রোমোশন...সাফল্যের চূড়োয় ৪ রাশি
ডিসেম্বরের শেষেই স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ৷ প্রেম আর সুখের কারক গ্রহ শুক্র তার নিজেরই নক্ষত্র, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর হতে চলেছে৷ যার শুভ আর ইতিবাচক প্রভাব ৪টি রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে৷
advertisement
2/9
শুক্র গ্রহ ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাত ১০:০৫ মিনিটে মুল নক্ষত্র থেকে নিজেরই পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। নিজের নক্ষত্রে শুক্র প্রবেশ করলে ৪টি রাশির জাতকদের জীবনে শুভ আর ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে৷
advertisement
3/9
বৃষ রাশি: শুক্রের পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পেতে পারেন৷ টাকার আগমন বাড়তে পারে। জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর আর মধুর হবে। স্থাবর সম্পত্তি কেনার রাস্তা খুলবে। জাতকরা মানসিক শান্তি পেতে পারেন।
advertisement
4/9
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আসতে চলেছে শুক্রের গোচরে৷ দাম্পত্য জীবনে সুখ আর প্রেম বাড়বে৷ সম্পর্কে আরও মধুর হবে৷
advertisement
5/9
ব্যবসায় লাভের রাস্তা খুলবে। জাতকরা আবেগের দিক থেকে নিজেকে ব্যালেন্স করতে পারবেন। মানসিক শান্তি বাড়বে আর আটকে থাকা কাজ হয়ে যাবে।
advertisement
6/9
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র গোচর নতুন আশা আর নতুন সাফল্য নিয়ে আসবে। এই রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে।
advertisement
7/9
কেরিয়ারে নতুন সুযোগ আসবে। জাতক জাতিকারা অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। প্রেমের সম্পর্কে চলা টেনশন দূর হবে।
advertisement
8/9
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র গোচর বড় আর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে আর জাতকদের আকর্ষণ বাড়বে।
advertisement
9/9
অবিবাহিত জাতকরা নতুন সম্পর্কে বাঁধা পড়তে পারেন। জাতকদের আগ্রহ সৃজনশীল কাজে বাড়বে। টাকা আয়ের অনেক মাধ্যম হাতে আসতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: ডিসেম্বরের শেষেই স্থান বদল শুক্রের! টাকা, প্রোমোশন...সাফল্যের চূড়োয় ৪ রাশি, '২৬ সালেও চলবে গোল্ডেন টাইম
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল