Shukra Gochar 2023: ৩০ মে কর্কটে গমন শুক্রের! কারা কারা লাভবান হবেন এতে? এড়িয়েই বা কী চলতে হবে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আগামী ৩০ মে ২০২৩ তারিখে শুক্র কর্কট রাশিতে পাড়ি দিতে চলেছেন। শুক্রের গোচরের কারণে রাশিচক্রের ৪ রাশির জাতক-জাতিকারা সৌভাগ্যের চূড়ায় অবস্থান করবেন।
advertisement
1/6

ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে শুক্র যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে শক্তিশালী অবস্থানে থাকেন, তার জীবন উজ্জ্বল হতে বেশি সময় লাগে না। তবে সেই সঙ্গে কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের অবস্থান ও স্থান পরিবর্তন বিশেষ ক্ষতিকর। আগামী ৩০ মে ২০২৩ তারিখে শুক্র কর্কট রাশিতে পাড়ি দিতে চলেছেন।
advertisement
2/6
শুক্রের গোচরের কারণে রাশিচক্রের ৪ রাশির জাতক-জাতিকারা সৌভাগ্যের চূড়ায় অবস্থান করবেন। এবারে জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যময় রাশি কোন কোনটি ৷
advertisement
3/6
মেষ রাশি- চাকরিজীবীদের জন্য শুক্রের রাশি নানা সুযোগ সুবিধা বয়ে আনতে চলেছে। এই সময় জাতক-জাতিকাদের মধ্যে নতুন নতুন শিল্পকার্য শেখার তাগিদ বাড়বে। জাতক-জাতিকারা সমস্ত কাজে তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তাই এই সময় বাইরের জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত। এই সময় কথাবার্তাতেও সংযম বজায় রাখা উচিত।
advertisement
4/6
কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকারা তাদের ব্যক্তিত্ব এবং কথাবার্তা দিয়ে অন্যদের মন জয় করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। জাতক-জাতিকারা নতুন দায়িত্বও পেতে পারেন। এই সময় মানসিক শান্তি বিরাজ করবে। অর্থ-সম্পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
5/6
বৃশ্চিক রাশি- এই সময় কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। এই সময়টি বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য নানা সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে। মন ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকবে। যাঁরা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। বাড়িতে শুভ কাজের সম্ভাবনা তৈরি হবে। পরিবারের বড়দের সাহায্য মিলবে। বিবাহিতরা সন্তান লাভ করতে পারেন।
advertisement
6/6
মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকারা এই সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। অনেক জাতক-জাতিকাদেরই চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাঁরা সাফল্য পাবেন। এই সময় নতুন যান-বাহন কেনার সম্ভাবনা রয়েছে। তবে সঙ্গীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ভালবাসা দিয়ে তা সমাধান করার চেষ্টা করতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2023: ৩০ মে কর্কটে গমন শুক্রের! কারা কারা লাভবান হবেন এতে? এড়িয়েই বা কী চলতে হবে?