Shukra Gochar 2023: মিথুনে শুক্রের গোচর! চলতি মে-তে কোন রাশির জীবনে পড়বে অশুভ প্রভাব, কাদের হবে ভাল?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
প্রায় একমাস শুক্রের মিথুনে অবস্থানের ফলে কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক এক নজরে!
advertisement
1/13

শুক্রের গোচর ঘটেছে গত ২ মে ২০২৩ তারিখে। শুক্র প্রবেশ করেছেন বুধের রাশি মিথুনে। এখানে আগে থেকেই উপস্থিত রয়েছেন মঙ্গল। আগামী ৩০ মে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট শুক্র সরে যাবেন চন্দ্রের রাশি কর্কটে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শুক্র শুভ গ্রহ, যা সৌন্দর্য, সুখ, সমৃদ্ধি প্রদান করে। এই প্রায় একমাস শুক্রের মিথুনে অবস্থানের ফলে কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
2/13
মেষ- বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে, প্রেমজীবন সুখের হবে। অর্থ উপার্জনের সুযোগ পাওয়া যাবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় লাভ হবে।
advertisement
3/13
বৃষ- অর্থ ও পারিবারিক জীবনেও শুভ। চাকরিতে উন্নতি, নতুন সুযোগও আসতে পারে। নিজের কথার মাধ্যমে মানুষের মনে শুভ প্রভাব ফেলা যাবে।
advertisement
4/13
মিথুন- শুক্র গোচরের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্ব বিকাশ ঘটবে। এই সময়ে নতুন সম্পত্তি চুক্তি হতে পারে, সন্তানের কাছ থেকে ভাল খবর পাওয়া যেতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। নিজের জন্য আরও বেশি অর্থ ব্যয় করা যেতে পারে।
advertisement
5/13
কর্কট- কর্কট রাশির জন্য শুক্রের গোচর অশুভ হতে পারে। খরচ হঠাৎ বাড়তে পারে, সঞ্চয়ে হাত পড়বে। বিলাসে প্রচুর ব্যয় হতে পারে, নতুন জিনিস কেনার পরিকল্পনা থাকতে পারে। মামলা-মোকদ্দমায় অর্থ ব্যয় হতে পারে।
advertisement
6/13
সিংহ- আর্থিক লাভ, আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য সময়টি চমৎকার। কর্মকর্তাদের খুশি করা যাবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। সন্তানদের কাছ থেকে কিছু ভাল আসতে পারে।
advertisement
7/13
কন্যা- অত্যন্ত শুভ সময়, নতুন সুযোগ মিলবে। অর্থ লাভের আশা রয়েছে। পছন্দের জায়গায় বদলির হতে পারে। পরিবারের সঙ্গে থাকার সুযোগও মিলবে। ব্যবসায়ীদের জন্যও খুব শুভ এই গোচর।
advertisement
8/13
তুলা- ভবিষ্যতে লাভের সম্ভাবনাও থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে জয়ের সম্ভাবনা। আটকে থাকা টাকাও ফেরত পাওয়া যেতে পারে। দূর ভ্রমণ করতে হতে পারে। সামাজিক সম্মানও বাড়বে।
advertisement
9/13
বৃশ্চিক- প্রেমের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে। সঙ্গীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল। আর্থিক দিক শুভ, অবস্থার উন্নতি হবে। অর্থ সঞ্চয় করা যাবে।
advertisement
10/13
ধনু- প্রেমজীবন ভাল থাকবে। স্ত্রীর সঙ্গে কেনাকাটা করা যেতে পারে। নিজ দায়িত্ব পালন করা সম্ভব হবে। ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে। অনর্থক তর্ক এড়িয়ে চলাই ভাল। মহিলারা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন।
advertisement
11/13
মকর- স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত। পর্যাপ্ত জল পানও প্রয়োজন। ব্যয়ের অভ্যাস বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে ভাল প্রস্তাব আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন।
advertisement
12/13
কুম্ভ- সঙ্গীর সঙ্গে চলা বিবাদ শেষ হতে পারে। বেড়াতে যাওয়া, রোম্যান্টিক সময় কাটানো যেতে পারে। তবে পড়াশোনা থেকে মন সরে গেলে চলবে না। গুরুর কাছ থেকে কিছু নির্দেশ মিলতে পারে। চাকরি লাভ বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
advertisement
13/13
মীন- নতুন যান ইত্যাদি কেনার বিষয়ে কথা হতে পারে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। বিবাহিতরা শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় অনুকূল। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2023: মিথুনে শুক্রের গোচর! চলতি মে-তে কোন রাশির জীবনে পড়বে অশুভ প্রভাব, কাদের হবে ভাল?