চলতি সপ্তাহেই রাশি পরিবর্তন করতে চলেছে দু’টি গ্রহ; এই সমস্ত রাশির জীবনে হতে চলেছে অর্থের বর্ষণ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shukra-Budh Gochar March 2024: জ্যোতিষশাস্ত্র মতে, ৭ মার্চ, ২০২৪ তারিখে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজকুমার বুধ। আবার ওই একই দিনে শুক্র প্রবেশ করবেন কুম্ভ রাশিতে।
advertisement
1/5

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি নির্দিষ্ট ব্যবধানে রাশি পরিবর্তন করে সমস্ত গ্রহ। মার্চ মাসের প্রথম সপ্তাহে বুধ এবং শুক্র নিজেদের রাশি পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র মতে, ৭ মার্চ, ২০২৪ তারিখে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজকুমার বুধ। আবার ওই একই দিনে শুক্র প্রবেশ করবেন কুম্ভ রাশিতে। আর ৭ মার্চ বুধ এবং শুক্রের এই জোড়া গোচর সমস্ত রাশির জাতক-জাতিকার উপর প্রভাব ফেলতে চলেছে। তবে বেশ কিছু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে এই জোড়া গোচর। তাহলে জেনে নেওয়া যাক, উভয় রাশির এই গোচরের ফলে কোন কোন রাশির উপকার হতে চলেছে।
advertisement
2/5
মেষ রাশি: ওই দুই গ্রহের রাশি পরিবর্তনের জেরে মেষ রাশির জাতক-জাতিকাদের কাজের বাধা দূর হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়টায় সম্পদ এবং সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। এই রাশির জাতক-জাতিকার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য বজায় থাকবে। আর দাম্পত্য জীবনেও সুখের বাতাবরণ বিরাজ করবে।
advertisement
3/5
কন্যা রাশি: বুধ এবং শুক্রের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকারা আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। এই সময় তাঁদের সামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সাহচর্যও মিলবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শুরু হবে। আর চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনাও প্রবল।
advertisement
4/5
ধনু রাশি: বুধ এবং শুক্রের গোচরে ধনু রাশির জাতক-জাতিকাদের আধ্যাত্মিক কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। এই সময়টায় পারিবারিক জীবনেও সুখের বাতাবরণ বজায় থাকবে। অর্থনৈতিক অবস্থানও শক্তিশালী হবে। পুরনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ পেতে পারেন।
advertisement
5/5
মীন রাশি: বুধ এবং শুক্রের গোচরের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। শিক্ষামূলক কাজে ভাল ফল পাওয়া যাবে। কথাবার্তায় মাধুর্য বজায় থাকবে। এর পাশাপাশি চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ প্রবল। এছাড়া দাম্পত্য জীবনেও সমস্যার সমাধান হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
চলতি সপ্তাহেই রাশি পরিবর্তন করতে চলেছে দু’টি গ্রহ; এই সমস্ত রাশির জীবনে হতে চলেছে অর্থের বর্ষণ