Shani Sade Sati 2025: চলছে শনির সাড়ে সাতি আর মহাদশা, কিছু কাজ করলেই পড়বেন সূর্যপুত্রের রোষে! কীভাবে বাঁচবেন ধ্বংসের হাত থেকে?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ন্যায়ের দেবতা শনিকে অনেক সময়েই ক্রূর গ্রহ হিসাবেও বলা হয়। জ্যোতিষে শনিকে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ গ্রহ বলা হয় কারণ এই গ্রহ বিভিন্ন সময় জাতক/জাতিকাদের কষ্ট দিয়ে থাকেন।
advertisement
1/11

ন্যায়ের দেবতা শনিকে অনেক সময়েই ক্রূর গ্রহ হিসাবেও বলা হয়।
advertisement
2/11
জ্যোতিষে শনিকে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ গ্রহ বলা হয় কারণ এই গ্রহ বিভিন্ন সময় জাতক/জাতিকাদের কষ্ট দিয়ে থাকেন।
advertisement
3/11
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, শনিদেব বেশ কিছু কাজ এক পছন্দ করেন না আপনি যদি সেইসব কাজ করে থাকেন তবে সেই কাজ করলে শনিদেবতা আপনাকে প্রবল শাস্তি দেবেন।
advertisement
4/11
দেখে নেওয়া যাক শনির সাড়েসাতির সময় কোন কোন কাজ এড়িয়ে যাওয়া উচিত।
advertisement
5/11
গরিব এবং অসহায় ব্যক্তিদের উপর শোষণ না করা। এই সময় গরিব এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করুন।
advertisement
6/11
কারণ সমাজের প্রান্তিক মানুষদের সাহায্য করলে শনিদেব খুশি হন।
advertisement
7/11
নেশা, জুয়া, কোনও বাজে কাজ থেকে দূরে থাকুন। এই সময় কাউকে ঠকানো, ছল করা বা কোনও শর্টকাটে দ্রুত অর্থ উপার্জনের রাস্তা না নেওয়াই উচিত। কারণ এই সময় এই ধরনের রাস্তা নিলে শনিদেব রুষ্ট হন।
advertisement
8/11
শনিদেবের নোংরা একদম পছন্দ নয়, তাই আলস্য, কর্মহীন মানুষদের শনি প্রবল কষ্ট দেন।
advertisement
9/11
অবলা প্রাণীদের, বয়স্ক ব্যক্তিদের এবং বিকলাঙ্গ মানুষদের এই সময় সেবা করুন। তাঁদের উপর অত্যাচার করলে শনিদেব রুষ্ট হন।
advertisement
10/11
ধোঁকা দিয়ে কারোর টাকা হাতিয়ে নিলে, সম্পত্তি হস্তগত করলে বা কোনও গরিব-দুঃখীদের অত্যাচার করলে তাঁদের অভিশাপে ওই ব্যক্তি জীবিত অবস্থাতেই নরক ভোগ করে।
advertisement
11/11
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Sade Sati 2025: চলছে শনির সাড়ে সাতি আর মহাদশা, কিছু কাজ করলেই পড়বেন সূর্যপুত্রের রোষে! কীভাবে বাঁচবেন ধ্বংসের হাত থেকে?