TRENDING:

Shivlingam Puja Rituals: ঠাকুরঘরে শিবলিঙ্গের আরাধনায় মনপ্রাণ ঢেলে দিয়েছেন, কিন্তু এই কাজগুলি না করলে সংসার তছনছ

Last Updated:
Shivlingam Puja Rituals: শিব পুজোর পর নন্দীর কানে জানানো উচিত প্রার্থনা। তাহলে সেই প্রার্থনা দ্রুত ফলপ্রসূ হয়।
advertisement
1/5
ঠাকুরঘরে শিবলিঙ্গের আরাধনায় মনপ্রাণ ঢেলেছেন, কিন্তু এই কাজ না করলে সংসার ছারখার
আমাদের অনেকের বাড়িতেই থাকে সে শিবলিঙ্গ। কিন্তু শিবলিঙ্গ রাখার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেগুলি করতে পারলে শিব পুজো করার ফল পাওয়া যায় দ্বিগুণ।
advertisement
2/5
সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শিবলিঙ্গের জলাধারী, অর্থাৎ জল বয়ে যাওয়ার জায়গা সব সময় উত্তরমুখী রাখা উচিত। সঠিক স্থানে শিবলিঙ্গ রেখে পুজো করলে দ্রুত ফল পাওয়া যায়।
advertisement
3/5
তিনি বলছেন, বাড়িতে শিবলিঙ্গ রাখলে অবশ্যই তার সামনে রাখতে হবে ছোট্ট একটি নন্দী মূর্তি। নন্দীদেব শিবের সব থেকে প্রিয় ভক্ত। তাই শিব পুজোর পর নন্দীর কানে জানানো উচিত প্রার্থনা। তাহলে সেই প্রার্থনা দ্রুত ফলপ্রসু হয়।
advertisement
4/5
তিনি এও জানিয়েছেন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে তার সঙ্গে অবশ্যই একটি ত্রিশূল রাখতে হবে। বাড়িতে ত্রিশূল থাকলে বিভিন্ন নেতিবাচক শক্তি দূরে চলে যায়। তবে চেষ্টা করতে হবে যাতে পিতল অথবা কাঁসার ছোট ত্রিশূল রাখা যায়।
advertisement
5/5
দামোদর বাবু বলছেন, দেবাদিদেব মহাদেবের অন্যতম প্রিয় জিনিস তার ডমরু, অর্থাৎ ডুগডুগি। তাই বাড়িতে শিবলিঙ্গ থাকলে তার কাছে ছোট্ট একটি ডমরু রেখে দিন। প্রত্যেক সোমবার পুজোর পর একবার বাজিয়ে দিন এই ডমরু। তিনি বলছেন, বিশ্বাস করা হয় ডমরু নাদ বাড়িতে শোনা গেলে, গোটা ঘরে খুশি, সুখ-শান্তি আসে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shivlingam Puja Rituals: ঠাকুরঘরে শিবলিঙ্গের আরাধনায় মনপ্রাণ ঢেলে দিয়েছেন, কিন্তু এই কাজগুলি না করলে সংসার তছনছ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল