Shiva Pradosh Vrat: রাত পোহালেই শিব প্রদোষ ব্রত, নিয়ম মেনে পালন করুন, অপার বিপদ নিমেষে হবে পার
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Shiva Pradosh Vrat: বিশেষ এই দিনে শিবের কাছে করুন এই সমস্ত জিনিস অর্পণ! মহাদেবের আশীর্বাদ পাবেন নিশ্চিত
advertisement
1/8

শিবের বিভিন্ন ব্রত পালনে যেমনি শিবের আশীর্বাদ পাওয়া সম্ভব। তেমনি দেবাদিদেব মহাদেবের প্রদোষ ব্রত এমন একটি ব্রত। যা পালনের মাধ্যম শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ কিছু কাজ করা হয়।
advertisement
2/8
জ্যোতিষ শাস্ত্র বিশারদ অশোক শাস্ত্রী জানান, শাস্ত্রে প্রদোষ ব্রতের গুরুত্ব অনেকটা। প্রতিটি পক্ষের ত্রয়োদশীকে প্রদোষ ব্রত বলা হয়। এই দিনে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস অর্পণ করা হলে শিবের আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
3/8
এই মাসের প্রথম প্রদোষ ব্রত ৭ তারিখ বুধবার রয়েছে। প্রদোষ ব্রতর সময় শুধুমাত্র প্রদোষ সময়েই পুজো করা হয়ে থাকে। সূর্যাস্তের পর ও রাতের আগমনের আগের সময়কেই বলা হয়ে থাকে এই প্রদোষ সময়।
advertisement
4/8
এই ব্রতের দিন সূর্যাস্তের পর শিব লিঙ্গের ওপর ঘি, মধু, দুধ, দই ও গঙ্গাজল অর্পণ করা উচিত। এই দিনে শিবকে ঘি, চিনি এবং গমের আটা দিয়ে তৈরি খাবার নিবেদন করা দারুণ শুভ বলে মনে করা হয়ে থাকে।
advertisement
5/8
এই সময় অবশ্যই শিব লিঙ্গের ওপর ধতুরা ফুল, আকন্দ ফুল, চন্দন, গোটা চাল ও বেল পাতা অর্পণ করা উচিত। এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করলে আর্থিক অবস্থা মজবুত হয়।
advertisement
6/8
এই দিনে শিব লিঙ্গে কেশর অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে শিবের আশীর্বাদে জীবনে সুখ-শান্তি আসে। এছাড়া এইদিনে চিনি দিয়ে শিব লিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র দূর হয় মনে করা হয়।
advertisement
7/8
দেবাদি দেব মহাদেব সুগন্ধি পছন্দ করে থাকেন। তাই শিব লিঙ্গের ওপর সুগন্ধি অর্পণ করলে মনের চিন্তা শুদ্ধ হয়। শিবলিঙ্গে দুধ নিবেদন করলে শরীর-স্বাস্থ্য ভাল থাকে এবং মনের সকল ইচ্ছা পূরণ হয়।
advertisement
8/8
দই এবং ঘি শিবের দারুণ প্রিয়। তাই এগুলো নিবেদন করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। শিব লিঙ্গের ওপর চন্দন অর্পণ করলে সমাজে সম্মান ও খ্যাতি লাভ অর্জন করতে পারা সম্ভব।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shiva Pradosh Vrat: রাত পোহালেই শিব প্রদোষ ব্রত, নিয়ম মেনে পালন করুন, অপার বিপদ নিমেষে হবে পার