Sheetala Ashtami Vrat: ঘরে চরম অশান্তি, জ্যোতিষীর পরামর্শে শীতলা অষ্টমীতে করুন এই ছোট্ট কাজ, বদলে যাবে সব
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Sheetala Ashtami: দোলের ৮ দিন পরে শীতলা অষ্টমীর ব্রত পালন করা হয়। এই দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়।
advertisement
1/5

: দোলের ৮ দিন পরে শীতলা অষ্টমীর ব্রত পালন করা হয়। এই দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়।এই দিন শীতলা দেবীকে বাসি খাবারের পাশাপাশি জল নিবেদন করলে ঘরে শান্তি ফিরে আসে। শীতলা অষ্টমীতে কিছু উপায় করার কথা বললেন জ্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী।
advertisement
2/5
তিনি জানান শীতলা মা শান্তির দেবী। বসন্তকালে এই দেবীর পুজো করা হয়। দেবীকে এক ঘটি জল অর্পণ করা উচিত।
advertisement
3/5
শীতলা অষ্টমীর দিনে শীতলা দেবীকে এক ঘটি জলের কিছুটা অর্পণ করার পর, বাকিটা ঘরের চারপাশে ছিটিয়ে দিলে মেলে শান্তি।
advertisement
4/5
এছাড়া এই তিথিতে দেবীকে বাসি খাবারও নিবেদন করা হয়।ধর্মীয় বিশ্বাস অনুসারে শীতলা মা বাসি খাবার খুব পছন্দ করেন।
advertisement
5/5
সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে শীতলা অষ্টমীর দিন মা শীতলার পুজো করলে এবং বাসি খাবার নিবেদন করলে গুটি বসন্ত, হাম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। Input- Annanya Dey
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Sheetala Ashtami Vrat: ঘরে চরম অশান্তি, জ্যোতিষীর পরামর্শে শীতলা অষ্টমীতে করুন এই ছোট্ট কাজ, বদলে যাবে সব