Durga Puja Ashtami and Nabami Tithi Timing: দুর্গাপুজোর নির্ঘণ্ট জানিয়ে দিলেন পুরীর পন্ডিতজী, কোন সময়ে কলস স্থাপনা করলে হবে সংসারের মঙ্গল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shardiya Navratri 2024: দুর্গাপুজো আর সামনেই, কখন অষ্টমী, কখনই বা নবমী, জেনে নিন পুণ্য তিথি..
advertisement
1/11

: পিতৃপক্ষের শেষে অর্থাৎ আশ্বিন অমাবস্যার পরেই শারদীয়া নবরাত্রির পবিত্র তিথি শুরু হয়। আশ্বিন মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে পবিত্র কলস বা ঘট স্থাপনের মাধ্যমে শারদীয়া নবরাত্রি শুরু করা উচিত৷ এই নবরাত্রি শরৎকালে পড়ে, তাই একে শারদীয়া নবরাত্রি বলা হয়। Photo- Representative
advertisement
2/11
এছাড়াও চৈত্র মাসে একটি নবরাত্রি পড়ে, সেই নবরাত্রি চৈত্র নবরাত্রি নামে পরিচিত। শারদীয়া নবরাত্রি ও চৈত্র নবরাত্রি ছাড়াও রয়েছে দু'টি গোপন নবরাত্রি। শারদীয়া নবরাত্রিতে পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ কলকাতায় বিখ্যাত দুর্গাপুজো দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরাও আসেন৷ আয়োজন করা হয়। শারদীয়া নবরাত্রির ৯ দিনে, দেবী দুর্গার ৯ টি রূপের আচার-অনুষ্ঠান মেনে পুজো করা হয়৷ Photo- Representative
advertisement
3/11
কুমারী পুজো দুর্গা অষ্টমী বা মহাঅষ্টমীতে করা হয়, নবমীতে যজ্ঞ করা হয় এবং দশমীতে শারদীয়া নবরাত্রি শেষ হয়। পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের কাছ থেকে জেনে নিন, এই বছর শারদীয়া নবরাত্রি কখন শুরু হচ্ছে? ঘট প্রতিষ্ঠার শুভ সময় কোনটি? দুর্গা অষ্টমী ও মহানবমী কখন শুরু ও শেষ হচ্ছে৷ Photo- Representative
advertisement
4/11
শারদীয়া নবরাত্রি ২০২৪ শুরু হচ্ছেবৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি ২ অক্টোবর সকাল ১২:১৮ তে শুরু হবে। এই তিথি ৪ অক্টোবর সকাল ০২:৫৮ পর্যন্ত থাকবে। এমন পরিস্থিতিতে উদয়তিথির ভিত্তিতে এ বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে। Photo- Representative
advertisement
5/11
শারদীয় নবরাত্রি ২০২৪ কলস বা ঘট স্থাপনের মুহূর্ত৩ অক্টোবর থেকে শুরু হওয়া শারদীয়া নবরাত্রির কলশ প্রতিষ্ঠার জন্য দুটি শুভ সময় পাওয়া যাচ্ছে। ঘট প্রতিষ্ঠার জন্য সকালের শুভ সময় সকাল ৬:১৫ থেকে ৭:২২ পর্যন্ত, অর্থাৎ সকালে ঘট স্থাপনের জন্য আপনি ১ ঘণ্টা ৬ মিনিট সময় পাবেন। Photo- Representative
advertisement
6/11
এছাড়া বিকেলে কলস প্রতিষ্ঠার সময়ও অভিজিৎ মুহুর্তে। যে কোনও দিনপঞ্জিকা অনুসারে অভিজিৎ মুহূর্ত দিনের সেরা সময় হিসাবে বিবেচিত হয়। আপনি দিনের বেলা ১১:৪৬ থেকে দুপুর ১২:৩৩এ মধ্যে যে কোন সময় কলস স্থাপন করতে পারেন। Photo- Representative
advertisement
7/11
যদি সেই সময়ে আপনি কলস স্থাপন করতে না পারেন তাহলে তখন আপনি বিকেলে ৪৭ মিনিটের একটি শুভ সময়ও পাবেন। Photo- Representative
advertisement
8/11
এ বছরের দুর্গা অষ্টমী কবে ও কখন?আশ্বিনের শুক্লা অষ্টমী তিথিতে দুর্গা অষ্টমী পালিত হয়। এ বছর দুর্গা অষ্টমী ১১ অক্টোবর শুক্রবার। ওই দিন কুমারী পুজো হবে৷ Photo- Representative
advertisement
9/11
মহানবমী কবে?এ বছর মহা নবমীও ১১ অক্টোবর পড়ছে, কিন্তু ১২ অক্টোবর শনিবার মহানবমী যজ্ঞও অনুষ্ঠিত হবে। Photo- Representative
advertisement
10/11
শারদীয়া নবরাত্রি ক্যালেন্ডারশারদীয়া নবরাত্রির প্রথম দিন: ৩ অক্টোবর, বৃহস্পতিবার: ঘটস্থাপনা, শৈলপুত্রী পূজা শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিন: ৪ অক্টোবর, শুক্রবার: ব্রহ্মচারিণী পূজা শারদীয়া নবরাত্রির তৃতীয় দিন: ৫ অক্টোবর, শনিবার: চন্দ্রঘন্টা পূজা শারদীয়া নবরাত্রির চতুর্থ দিন: ৬ অক্টোবর, রবিবার: বিনায়ক চতুর্থী শারদীয়া নবরাত্রির পঞ্চম দিন: ৭ অক্টোবর, সোমবার: কুষ্মাণ্ডা পূজা
advertisement
11/11
শারদীয়া নবরাত্রির ষষ্ঠ দিন: ৮ অক্টোবর, মঙ্গলবার: স্কন্দমাতা পূজাশারদীয়া নবরাত্রির সপ্তম দিন: ৯ অক্টোবর, বুধবার: কাত্যায়নী পূজা শারদীয়া নবরাত্রির অষ্টম দিন: ১০ অক্টোবর, বৃহস্পতিবার: কালরাত্রি পূজা শারদীয়া নবরাত্রির নবম দিন: ১১ অক্টোবর, শুক্রবার: দুর্গা অষ্টমী, মহাগৌরী পূজা শারদীয়া নবরাত্রির দশম দিন: ১২ অক্টোবর, শনিবার: নবমী যজ্ঞও , দুর্গা বিসর্জন, বিজয়াদশমী, দশেরা, শাস্ত্র পুজো Photo- Representative
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja Ashtami and Nabami Tithi Timing: দুর্গাপুজোর নির্ঘণ্ট জানিয়ে দিলেন পুরীর পন্ডিতজী, কোন সময়ে কলস স্থাপনা করলে হবে সংসারের মঙ্গল