আগামী বছর আপনার বয়স কত হবে? জন্ম সাল মিলিয়ে দেখে নিন কেমন হবে কেরিয়ার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shani's effect on career in 2024: মনে করা হচ্ছে আগামী বছর, ২০২৪ সালে আরও বড় পরিবর্তন আসবে বিভিন্ন মানুষের জীবনে। ট্যারো রিডিং অনুযায়ী আবার এর সঙ্গে ২৯ বছরকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।
advertisement
1/5

২৯ বছর জীবনের একটা মোড় ঘোরানো সময়। সাধারণ ভাবে এই সময়ই মানুষের জীবনে একটা স্থিরতা আসে। পড়াশোনা শেষ করে, যাঁরা চাকরির চেষ্টা করেন, এই সময়ের মধ্যেই কিছু না কিছু রোজগারের বন্দোবস্ত করেই ফেলেন। তারপর শুরু হয় গার্হস্থ্য জীবন। তাই এই সময়টা এমনিতেই খুব গুরুত্বপূ্র্ণ বা বলা ভাল পরিবর্তনের সময়।
advertisement
2/5
ঘটনাচক্রে গ্রহরাজ শনি এই ২৯ বছরেই সম্পূর্ণ করেন দ্বাদশ রাশি চক্রে তাঁর গোচর। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলে বিবেচনা করা হয়। মনে করা হয় শনি দণ্ডনায়ক। তিনি পৃথিবীর মানুষের কর্ম অনুযায়ী ফল দান করে থাকেন। তাঁর কোপে পড়লে রাজার সম্পত্তিও বিনষ্ট হয়। আবার তাঁর আশীর্বাদে ভিখারিও সম্পদশালী হয়ে ওঠেন। কর্মফলদাতা শনি এক একটি গ্রহে বিরাজ করেন আড়াই বছর। অন্য সমস্ত গ্রহের মধ্যে সব থেকে ধীর গতিতে গোচর করেন শনি।
advertisement
3/5
২০২৩ সালের ১৭ জানুয়ারি শনি গোচর করেছেন কুম্ভ রাশিতে। এই কুম্ভ শনিদেবের নিজের রাশি। তারপর আড়াই বছর এই রাশিতেই বিরাজ করবেন তিনি। ইতিমধ্যেই ঢাইয়া শুরু হয়েছে পার্শ্ববর্তী রাশিতে। এই সময় অনেক মানুষের জীবনেই আসছে পরিবর্তন। মনে করা হচ্ছে আগামী বছর, ২০২৪ সালে আরও বড় পরিবর্তন আসবে বিভিন্ন মানুষের জীবনে।
advertisement
4/5
ট্যারো রিডিং অনুযায়ী আবার এর সঙ্গে ২৯ বছরকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। সেক্ষেত্রে আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে যাঁদের বয়স হবে ২৯ বছর, তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে তাঁদেরই ২৯ বছর বয়স হবে, যাঁদের জন্ম ১৯৯৫ সালে। সুতরাং ১৯৯৫ সালের সমস্ত জাতক-জাতিকাই এই বছর দারুণ সাফল্যের মুখ দেখতে চলেছে একথা বলাই যায়।
advertisement
5/5
বিশেষত চাকরি ক্ষেত্রে একটা দারুণ সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামী ২০২৪ সালে। জীবনের অন্যক্ষেত্রেও নানা ধরনের সুযোগ আসবে এই সময়ের জাতক-জাতিকাদের জীবনে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)