Shani Amavasya: গ্রহরাজের মহাদশা সাড়ে সাতির মহাকষ্টে ছিন্নভিন্ন জীবন! অমাবস্যায় এই চার উপায়েই বাজিমাত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Amavasya: এই ভাবেই বেশ কয়েকটি সহজ পদ্ধতিতেই গ্রহরাজের মহাদশার মহাকষ্টর থকেে রক্ষা পাওয়া যায়
advertisement
1/15

গ্রহরাজ শনিদেব (Shani Dev) হলেন ন্যায়ের দেবতা ৷ তিনিই ব্যক্তির পাপ-পুণ্য হিসাব করে সেই রূপেই ফলপ্দান করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
একটি কথা প্রচলিত আছে শনিদেব একবার যাঁর উপরে রুষ্ট হয়ে যান তাঁর জীবন এক্কেবারে বরবাদ হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এই সময়েই বহু মানুষ নিজের ভুল ত্রুটিগুলি শুধরে নেওয়ার নেওয়ার জন্যই সচেষ্ট হতে হয় ৷ যাতে শনিদেব সন্তুষ্ট হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
গ্রহরাজের মহাদশার মহাকষ্ট অর্থাৎ ঢাইয়া বা সাড়ে সাতির মধ্যে দিয়ে যাঁরা বর্তমানে সময় অতিবাহিত করছেন ৷ শনিচরি অমাবস্যার ক্ষেত্রে বিশেষ পন্থা অবলম্বন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
শাস্ত্রমতে যেই মাসে অমাবস্যার দিন পড়ে তাঁকে শনিচরি অমাবস্যা বলা হয় ৷ এইবার ভাদ্র মাসে শনিবার শিনচরি অমাবস্যা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
মনে করা হয় এই দিন দান করে গঙ্গাস্নান ঈশ্বর প্রসন্ন হন ৷ শনিচরি অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম আছে, এইদিনই যদি গঙ্গায় স্নান করলে বিশেষ পুণ্য অর্জন করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
শনিচরি অমাবস্যায় বিশেষ সংযোগ সৃষ্টি হয় ৷ প্রথম শনিচরি অমাবস্যা ২৬ অগাস্ট দুপুর ১২.২৩-এ শুরু হবে ৷ এই শনিচরি অমাবস্যা চলবে ২৭ অগাস্ট দুপুর ১.৪৬ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
এইবার শনিচরি অমাবস্যায় শিবযোগ রয়েছে ৷ ২৭ অগাস্ট থেকে সকাল পরের দিন অর্থাৎ ২৮ অগাস্ট দুপুপ ২.০৭ পর্যন্ত থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
শনিচরি অমাবস্যার দিনে শনি মন্দিরে দিয়ে দর্শন করলে আশীর্বাদ পেতে পারেন ৷ মন্দিরে বসে শনিচল্লিশা পাঠ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
শনিদেব প্রসন্ন হলে তিনি ভক্তদের আশীর্বাদ করেন ৷ ভাদ্র মাসের শনিচরি অমাবস্যায় সরষের তেল দিয়ে অভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
এছাড়াও ধূপ, কালো তিল, বিভিন্ন ধরনের সুগন্ধি অর্পিত করতে হয় ৷ এই উপায়গুলি অবলম্বন করলে শনিদেবের কৃপা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
যদি কোনও ব্যক্তির শনির মহাদশা সাড়ে সাতির মহাকষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে মন্দিরে গিয়ে শনিচরি অমাবস্যাতে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
গ্রহরাজকে সন্তুষ্ট করলে শনিচরি অমাবস্যার দিনে শনিরক্ষা সোস্ত্র পাঠ করতে হবে ৷ প্রচলিত আছে অযোধ্যার রাজা দশরথ স্বয়ং রচনা করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
অনেকেই মনে করেন এই স্তোত্র পাঠ করলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই ভাবনাচিন্ত করুন তারপরেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Amavasya: গ্রহরাজের মহাদশা সাড়ে সাতির মহাকষ্টে ছিন্নভিন্ন জীবন! অমাবস্যায় এই চার উপায়েই বাজিমাত