Shani Gochar 2025: শনির এক ইশারায় কাঁপবে গোটা দুনিয়া! দুই রাশিকে দু'হাত ভরিয়ে দেবেন সূর্যপুত্র! জেনে নিন কাদের জীবনে আসতে চলেছে সোনালি সময়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মতে ২৯ মার্চ ২০২৫ সালে কর্মফলদাতা শনি ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। ওই রাশিতেই চলতি মাস অর্থাৎ গোটা জুন মাসেই তিনি অবস্থান করবেন।
advertisement
1/6

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মতে ২৯ মার্চ ২০২৫ সালে কর্মফলদাতা শনি ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। ওই রাশিতেই চলতি মাস অর্থাৎ গোটা জুন মাসেই তিনি অবস্থান করবেন।
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় ১২ রাশির মধ্যে বৃষ রাশির সবথেকে বেশি প্রভাব দেখতে পাওয়া যাবে। জেনে নেওয়া যাক মীন রাশিতে থাকাকালীন ২০২৭ কালীন বৃষ রাশির জীবনে কোন কোন দিক থেকে বাম্পার লাভ আসতে চলেছে ।
advertisement
3/6
বৃষ রাশির উপরে শনির প্রভাব কীভাবে পড়তে চলেছেএই রাশির শনির প্রভাবে লাভ মিলতে চলেছে। এই সময় রাশির জাতক/জাতিকাদের ইচ্ছাপূরণ হতে চলেছে। এছাড়াও এই সময় আপনার জীবনের লক্ষ্যপূরণ হবে। এছাড়াও ভবিষ্যতে কোনও বড় সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারবেন। এই সময় আপনার সঙ্গে বাবার সঙ্গে কোনও বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হতে পারে।
advertisement
4/6
শনি গোচরে বৃষ রাশির কেরিয়ারের উপর প্রভাবশনির গোচরে কেরিয়ারে উন্নতি দেখবেন বৃষ রাশির জাতকরা। এই সময় যদি আপনি কেরিয়ার নিয়ে শুভ সংবাদ পেতে চলেছেন।
advertisement
5/6
শনি গোচরে মেষ রাশির প্রভাবএই রাশির জন্য শনির গোচর বিশেষ লাভবান হতে চলেছে। এই সময় আপনার জীবনে আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। এই সময় আপনার জীবনে অপার উন্নতির যোগ রয়েছে। আপনার ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Gochar 2025: শনির এক ইশারায় কাঁপবে গোটা দুনিয়া! দুই রাশিকে দু'হাত ভরিয়ে দেবেন সূর্যপুত্র! জেনে নিন কাদের জীবনে আসতে চলেছে সোনালি সময়