Shani Sadesati effect 2025: খারাপ সময়ের শুরু আজ থেকেই! সাড়েসাতি আর ধাইয়ার সাঁড়াশি চাপে জীবন দুঃসহ হবে চার রাশির! সূর্যপুত্রের ইশারায় কাঁপবে ত্রিভুবন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতি এক নিশ্চিত সময় অন্তর প্রতিটি গ্রহই নিজের স্থান পরিবর্তন করে থাকে। ফলে এই গ্রহ পরিবর্তনের প্রভাব দেখা যায় মানুষের জীবন এবং জীবিকার উপর। এই গ্রহ পরিবর্তনের শুভ, অশুভ দুই প্রভাবই দেখা যায়।
advertisement
1/9

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতি এক নিশ্চিত সময় অন্তর প্রতিটি গ্রহই নিজের স্থান পরিবর্তন করে থাকে। ফলে এই গ্রহ পরিবর্তনের প্রভাব দেখা যায় মানুষের জীবন এবং জীবিকার উপর। এই গ্রহ পরিবর্তনের শুভ, অশুভ দুই প্রভাবই দেখা যায়।
advertisement
2/9
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আজ ১৩ জুলাই বক্রী হতে চলেছেন কর্মফলদাতা শনি। সূর্যপুত্রের বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই এই সময় দ্রুত ফলপ্রদান করবেন তিনি। বক্রী হওয়ার ফলে অশুভ প্রভাব পড়বে বেশ কিছু রাশির উপরেও।
advertisement
3/9
শনির সাড়েসাতি এবং ধাইয়ার ফলে বেশ কিছু রাশির উপরেও প্রভাব পড়তে চলেছে। এরফলে এই সকল রাশিকে সাবধানে থাকতে হবে। কারণ, এই সকল রাশির জাতক/জাতিকাদের স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়াও, এই সময় অর্থহানিও হতে পারে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর এই শনির প্রভাব পড়বে।
advertisement
4/9
জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, ১৩ জুলাই মেষ রাশির উপর কিছু সাড়েসাতির কষ্টময় প্রভাব শুরু হতে চলেছে। এই সময় এই বিভিন্ন জাতক/জাতিকাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।শনির বক্রীর ফলে মেষ রাশির জীবনে কষ্টময় সময় শুরু হবে।
advertisement
5/9
মীন রাশির এই সময় সাড়েসাতির দ্বিতীয় ভাগ শুরু হতে চলেছে। ফলে এই সময় এই রাশির জাতক-জাতিকাদেরও প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় চাকরি এবং ব্যবসায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
advertisement
6/9
অন্যদিকে, বেশ কিছু রাশির ধাইয়ার কষ্টের সময় শুরু হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসতে চলেছে ধাইয়ার প্রবল দুর্ভোগ
advertisement
7/9
ধনু রাশির জীবনে ১৩ জুলাই থেকে ধাইয়ার কুপ্রভাব পড়তে শুরু করেছে। এই সময় এই রাশির জাতক/জাতিকাদের স্বাস্থ্যে প্রভাব পড়বে। একইসঙ্গে কোনও পুরনো রোগ আবার ফিরে আসতে পারে। এই সময় কোনও বিষয় নিয়ে মানসিক চিন্তা বাড়তে পারে।
advertisement
8/9
সিংহ রাশিরও এই সময় ধাইয়ার কষ্টময় সময় শুরু হতে চলেছে। এই সময় আপনাদের স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। একইসঙ্গে মানসিক চাপ বাড়বে। এছাড়াও, এই সময় পুরনো রোগের জন্য আপনাদের জীবনে কষ্ট বাড়তে পারে।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Sadesati effect 2025: খারাপ সময়ের শুরু আজ থেকেই! সাড়েসাতি আর ধাইয়ার সাঁড়াশি চাপে জীবন দুঃসহ হবে চার রাশির! সূর্যপুত্রের ইশারায় কাঁপবে ত্রিভুবন