Shanidev's Impacts in Chhat Puja: কয়েকশো গুণ শক্তি বাড়ছে...! ছটপুজোর পরই বিরাট রাজকীয় চাল শনিদেবের, ৪ রাশির ভাগ্যে চরম বিপর্যয়! জানুন আপনার কপালে কী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shanidev's Impacts in Chhat Puja: ছটপুজোর পর থেকেই ৪ রাশির ভাগ্য বদলাতে চলেছে৷ শনির এই পরিবর্তন ৪ রাশির অশুভ হতে চলেছে৷ যা তাদের জীবনে বিপর্যয় ডেকে আনবে৷ কোন ৪ রাশি রয়েছে সেই তালিকায়, জেনে নিন বিশদে৷
advertisement
1/7

দীপাবলির উৎসব শেষ হতেই শুরু হয় ছট উৎসব৷ চার দিনব্যাপী ছট উৎসব শুরু হতে চলেছে ৫ নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে। ছটপুজোর পর থেকেই ৪ রাশির ভাগ্য বদলাতে চলেছে৷
advertisement
2/7
শনিদেবকে ন্যায়ের দেবতা এবং ফলাফল দাতা বলা হয়। জ্যোতিষশাস্ত্রে তারা মানুষকে তার কর্ম অনুসারে ফল প্রদান করে। নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনির গতি পরিবর্তন সমস্ত ১২ টি রাশিকে প্রভাবিত করে৷ তবে তা কারোর জন্য শুভ আবার কারোর জন্য অশুভ৷
advertisement
3/7
বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন, বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে৷ তবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, শনি আর কিছুদিনের মধ্যে তার গতিবিধি পরিবর্তন করবে, যার ফলে নেতিবাচক প্রভাব পড়বে। এই পরিবর্তন ৪ রাশির অশুভ হতে চলেছে৷ যা তাদের জীবনে বিপর্যয় ডেকে আনবে৷ কোন ৪ রাশি রয়েছে সেই তালিকায়, জেনে নিন বিশদে৷
advertisement
4/7
কর্কট রাশি: শনির এই পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে হতে পারে। মানসিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়টাই তর্ক মারামারি থেকে দূরে থাকুন।
advertisement
5/7
কুম্ভ রাশি: শনির এই পরিবর্তনের কারণে এই রাশির জাতক জাতিকারা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। এই সময় অযথা টারা-পয়সা খরচ করবেন না। ঋণও নিতে হতে পারে। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হোন। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।
advertisement
6/7
কুম্ভ রাশি: শনির এই পরিবর্তনের কারণে এই রাশির জাতক জাতিকারা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। এই সময় অযথা টারা-পয়সা খরচ করবেন না। ঋণও নিতে হতে পারে। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান হোন। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।
advertisement
7/7
মীন রাশি : শনি প্রত্যক্ষ হওয়ার কারণে মীন রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়বে৷ ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। আর্থিক সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীদের একাগ্রতা নষ্ট হতে পারে যার ফলে পড়ালেখা ভাল লাগবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shanidev's Impacts in Chhat Puja: কয়েকশো গুণ শক্তি বাড়ছে...! ছটপুজোর পরই বিরাট রাজকীয় চাল শনিদেবের, ৪ রাশির ভাগ্যে চরম বিপর্যয়! জানুন আপনার কপালে কী?