Shani Vakri 2023: সাবধান! আপনার রাশি এই তালিকায়? জীবনে আসবে দুঃসময়, বক্রী চালে গমন করতে চলেছেন শনিদেব, জানুন মুক্তির উপায়
- Written by:Trending Desk
- local18
- Published by:Teesta Barman
Last Updated:
Shani Vakri 2023: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব আগামী ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রী চালে গমন করছেন। এই গোচরের প্রভাব পড়তে পারে রাশিচক্রের সমস্ত রাশির জীবনেই।
advertisement
1/6

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, যখন কোনও ব্যক্তির উপর শনিদেবের সুনজর পড়ে, তখন তাঁর জীবনে শুভ পরিবর্তন দেখা যায়। শুধু তা-ই নয়, শনিদেবকে কর্মফল দাতা হিসেবেও গণ্য করা হয়। অর্থাৎ শনিদেব প্রতিটি মানুষকে তাদের কর্ম অনুসারে শুভ এবং অশুভ ফল প্রদান করে থাকেন।
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব আগামী ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রী চালে গমন করছেন। এই গোচরের প্রভাব পড়তে পারে রাশিচক্রের সমস্ত রাশির জীবনেই। উত্তরপ্রদেশের অযোধ্যার প্রসিদ্ধ জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, আগামী ১৭ জুন, ২০২৩ তারিখে শনিদেব নিজের মূল রাশিতে বক্রী হবেন। শনিদেবের পাশাপাশি রাহু ও কেতুর গতিবিধিও বক্রী হতে চলেছেন। এই পরিস্থিতি ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠবে। জেনে নেওয়া যাক সেই রাশিগুলির বিষয়ে।
advertisement
3/6
সিংহ রাশি: শনিদেবের বক্রী চালের কারণে এই রাশির জাতক-জাতিকাদের কাজে হতাশা আসবে। চাকরি ও ব্যবসায় মন বসবে না। এই কারণে সমস্যা বাড়তে পারে। সিংহ রাশির জাতক-জাতিকাদের যে কোনও সিদ্ধান্ত খুবই সাবধানে নিতে হবে। নাহলে ব্যবসায় ক্ষতি হতে পারে।
advertisement
4/6
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আগামী ছয় মাস সতর্ক থাকতে হবে। শনির বক্রী অবস্থার কারণে পারিবারিক বিষয়ের পাশাপাশি কর্মজীবন ও আর্থিক বিষয়ে সমস্যায় পড়তে হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
advertisement
5/6
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা মানসিক এবং আর্থিক সমস্যায় ভুগতে পারবেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ঘরের অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তাই সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে।
advertisement
6/6
কর্কট রাশি: শনির বক্রী চালের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টায় বেশ অসুবিধা দেখা দিতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। খরচ বাড়তে চলেছে। চাকরিতে বিভ্রান্তি থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সক্ষম করবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Vakri 2023: সাবধান! আপনার রাশি এই তালিকায়? জীবনে আসবে দুঃসময়, বক্রী চালে গমন করতে চলেছেন শনিদেব, জানুন মুক্তির উপায়