Saturn Dev Uday In Kumbh: মার্চেই বড়দিন! শনির উদয় শক্তিশালী করবে কয়েকজনকে, প্রচুর টাকা পয়সায় নতুন করে জীবন শুরু
- Published by:Arjun Neogi
Last Updated:
Saturn Dev Uday In Kumbh: শনির উদয়ে কেউ হবেন রাজা, কারও কপাল পুড়বে
advertisement
1/27

ন্যায়ের দেবতা তথা কর্মফল দাতা শনি উদয় হয়ে গিয়েছেন গত ৬ মার্চ ২০২৩-এ ৷ ৩১ জানুয়ারি ২০২৩-এ কুম্ভ রাশিতে অস্ত গিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/27
শনির কুম্ভতে উদয়ের ফলে কয়েকটি রাশির জন্য বরদারে থেকে কোনও অংশে কম কিছু হবেনা ৷ জ্যোতিষ শাস্ত্রমতে শনির উদয়, অস্ত, য়ুতি ইত্যাদি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ৷
advertisement
3/27
কুম্ভ রাশিতে শনির উদয় হয়েছে গত ৬ মার্চ, ২০২৩, রাত ১১.৩৬ টায়, শনিদেব অস্তমিত অবস্থা থেকে উদিত হচ্ছেন ৷
advertisement
4/27
এরফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ খবর নিয়ে আসতে চলেছে ৷ ঠিক তেমনই কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত অশুভ ফল দিতে পারে ৷
advertisement
5/27
শনির উদয় মেষ রাশির জাতক-জাতিকাদের সম্পর্কের জন্য বিরাট প্রভাব ফেলবে ৷ শনির উদয়ের ফলে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে ৷ সমস্ত ইচ্ছাপূরণ হবে ৷ হঠাৎ করে ধনপ্রাপ্তি হবে ৷
advertisement
6/27
সিংহ রাশির সপ্তম ঘরে শনির উদয় ৷ ব্যবসা বাণিজ্যে পরিশ্রম হতে পারে ৷ বিবাহিত সমস্যায় সম্মুখীন হতে পারে ৷ চাকরিজীবীরা নতুন নতুন সুযোগ পাবেন ৷ সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ৷
advertisement
7/27
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ষষ্ঠ ঘরে শনির উদয় ৷ সরকারি চাকরি সঙ্গে সংযুক্ত মানুষেরা এবার বড় সুযোগ পাবেন ৷ ভাল কিছু হতে চলেছে এবার আপনাদের জন্যই ৷
advertisement
8/27
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির উদয় পঞ্চম ঘরে হতে চলেছে ৷ সামাজিক গতিবিধি এর সঙ্গে সংযুক্ত ৷ পরোপকার ও সামাজিক কাজ আকৃষ্ট করবে ৷
advertisement
9/27
সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে ৷ ব্যবসা বাণিজ্যে আগের থেকে ভাল অবস্থা হবে ৷
advertisement
10/27
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শনির উদয় চতুর্থ ঘরে হতে চলেছে ৷ এই সময়ে ব্যবসা সংক্রান্ত বিষয় অনুকূল হবে কয়েকটি রাশির জাতক-জাতক-জাতিকাদের জন্য ৷
advertisement
11/27
এই সময়ে পরিশ্রমের ফল পাবেন জাতক-জাতিকারা ৷ পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটাতে পারবেন জাতক-জাতিকারা ৷
advertisement
12/27
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শনি মহারাজ তৃতীয় ঘরে উদিত হবেন ৷ এখন সেই সমস্ত সিদ্ধান্তগুলিই ফল দেবে যে সিদ্ধান্তগুলি আগের নেবেন কী নেবেন না ভেবেছিলেন ৷
advertisement
13/27
বাক সংযমের ফলে জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে ৷ সম্পর্ক ও বন্ধুত্বের মধ্যে বিশেষ কোনও পার্থক্য থাকবেনা ৷
advertisement
14/27
মকর রাশির জাতক-জাতিকারা সাবধানে থাকুন কেননা শনি উদিত হতে চলেছেন দ্বিতীয় ঘরে ৷ শনি মহারাজ জীবনে কঠিন পরিশ্রম করে জীবন গড়ে তুলতে সাহায্য করবে ৷
advertisement
15/27
পারিবারিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে হবে ৷ পারিবারিক মূল্যবোধের প্রতি বিশেষ নজর দিতে হবে ৷ অনুশাসিত জীবন নির্মিত হবে ৷
advertisement
16/27
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনি উদিত হচ্ছেন লগ্নে ৷ আর্থিক পরিস্থিতি ভাল হবে এবার ৷ যদিও আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছেন ৷
advertisement
17/27
বুদ্ধির মাধ্যমে নিজের কাজ করে ফেলতে পারবেন ৷ এই সময়ে আয়ের প্রবাহ ভাল থাকবে ৷ ব্যক্তিত্ব প্রভাবিত করবে সকলকে ৷ দেশের ও দশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন ৷
advertisement
18/27
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য কুম্ভতে শনির উদয় খরচ কমাতে সক্ষম হবে ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে এবার ভাল হবে ৷
advertisement
19/27
শত্রুদের থেকে প্রতিটি যুদ্ধে জয়ী হবেন ৷ নিজের কাজ বের করতে সক্ষম হবেন ৷ বুদ্ধি দিয়ে কাজ সমা্পাদন করতে পারবেন ৷ অন্য কারোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ৷
advertisement
20/27
কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে, প্রমোশন হতে পারে টাকা পাবে ৷ ব্যবসায় প্রচুর টাকা মুনাফা তৈরি হবে ৷
advertisement
21/27
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনি দশম ঘরে অবস্থান করছে, শনির উদয়ে কেরিয়ার মজবুত হতে পারে ৷ কর্মক্ষেত্রে আধিকারিকেরা কাজ করবে ৷
advertisement
22/27
পরিশ্রমের ফলে অনুকূল পরিণাম সৃষ্টি করবে ৷ ব্যবসা বাণিজ্যে উন্নতি অতি সহজেই করতে পারবেন ৷
advertisement
23/27
মিথুন রাশির জাতক-জাতিকারা নিম্ন স্থানে শনি উদিত হবেন ৷ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাল পরিণতি হবে ৷ দীর্ঘ পথ যাত্রার পরিকল্পনা করলে সেটি ভালভাবে হতে পারে ৷
advertisement
24/27
বিদেশযাত্রার সংযোগ তৈরি হচ্ছে এতে সফল হবে জীবন ৷ তবে একটু খানি চোখকান খোলা রাতে হবে ৷
advertisement
25/27
কর্কট রাশির জাতক-জাতিকারা পৈতৃক সম্পত্তি পাবেন ৷ হতে পারে হঠাৎ করে ধনপ্রাপ্তি হতে পারে ৷ শেয়ার বাজারে বিনিয়োগ করার বিষয় ভেবে দেখুন ৷ রোজগারের নতুন দিগন্ত তৈরি হবে ৷
advertisement
26/27
ব্যবসায় লাভ পেতে পারেন ৷ সুখবর পেতে পারেন ৷ সব মিলিয়ে ভাল দিন এবার আসতে চলেছে ৷
advertisement
27/27
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা বা অনুরোধও নয়, নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Saturn Dev Uday In Kumbh: মার্চেই বড়দিন! শনির উদয় শক্তিশালী করবে কয়েকজনকে, প্রচুর টাকা পয়সায় নতুন করে জীবন শুরু