Shaniwar Upay 2023: শনির মহাদশার মহাচাপ! ঢাইয়া-সাড়ে সাতি গলার ফাঁস হয়ে উঠতে পারে, শনিবার কোনও মতেই এই জিনিসপত্র কেনাকাটা করবেন না
- Published by:Arjun Neogi
Last Updated:
Shaniwar Upay 2023: শনির কৃপা থাকলে রাতারাতি উন্নতির জোয়ারে ভাসতে পারে জীবন
advertisement
1/11

Shaniwar Upay: শনিবার অর্পিত গ্রহরাজ শনিদেবের নামে ৷ তিনি কর্মফল দাতা সঙ্গে সঙ্গে ন্যায়ের দেবতাও বটে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
Shaniwar Upay: শনির রোষের হাত থেকে মক্তি পেতে গেলে শনিবার বেশ কিছু টোটকা প্রয়োগ করতে হবে সেগুলি হল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
Shaniwar Upay: শনিবার সন্ধেবেলায় শনি মন্দিরে গিয়ে সূর্যপু্ত্রের সামনে সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালান তাতে খুশি হবেন শনিদেব ৷ কেটে যাবে সমস্ত বাধা ও বিপত্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
Shaniwar Upay: শনিবারে ডাল, নুন ও সরষের কিনবেন না এটি অত্যন্ত অশুভ সঙ্কেত, কাউকে দান করার জন্য কিনতেই পারেন কিন্তু কোনও ভাবেই নিজেদের জন্য কিনবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
Shaniwar Upay: একই সঙ্গে শনিবার লোহা বা লোহার তৈরি কোনও জিনিসপত্র কিনবেন না ৷ এতে অর্থের সমস্যা দেখতে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
Shaniwar Upay: কিনবেন না ঝাঁটাও, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন, শনিদেবেরও রোষের প্রবাহ বাড়তে থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
Shaniwar Upay: শনিদেবের কৃপা পেতে গেলে কোনও অসহায় ব্যক্তি, শিশু, বয়ষ্ক বা মহিলাদের উপরে অত্যাচার একদমই করবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
Shaniwar Upay: শনিদেব রেগে যান যদি কুকুর বা অন্যকোনও প্রাণীকে কষ্ট দিলে তাঁর কর্মফল চরমে পৌঁছয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
Shaniwar Upay: ভাল ফল পেতে গেলে শনিবার শনি মন্দিরে গিয়ে তিল, বাতাসা, সরষের তেলের প্রদীপ জ্বেলে দিন সব থেকে ভাল হয় শনি চল্লিশা পাঠ করতে পারলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
Shaniwar Upay: একই সঙ্গে শনির রোষ থেকে মুক্তি পাবেন যদি প্রতি শনিবার সকালে অশ্বত্থ গাছে স্নান করে জল দিতে পারেন এবং একই সঙ্গে সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নীচে মাটির প্রদীপে সরষের তেলের প্রদীপ জ্বেলে দিতে পারলে শনির দশা কেটে যায় আস্তে আস্তে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
Shaniwar Upay, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shaniwar Upay 2023: শনির মহাদশার মহাচাপ! ঢাইয়া-সাড়ে সাতি গলার ফাঁস হয়ে উঠতে পারে, শনিবার কোনও মতেই এই জিনিসপত্র কেনাকাটা করবেন না