Shani Uday 2023: ৬ মার্চ কুম্ভ রাশিতে উদিত হবেন শনিদেব, এই সব রাশির ভাগ্য হবে সুপ্রসন্ন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shani Uday 2023 Shani Transit: মনে করা হয়, কোনও মানুষের উপর শনির বক্রদৃষ্টি পড়লে তাঁর জীবনে অশুভ প্রভাব পড়ে। আবার যাঁর কাজে গ্রহরাজ সন্তুষ্ট হন, তাঁর উপর শুভ প্রভাব বর্ষিত হয়। শনির প্রভাব শুভ হলে ভাগ্য খুলে যেতে পারে।
advertisement
1/6

ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে নিষ্ঠুর হিসেবে দেখা হয়। আসলে শনিদেব হলেন ন্যায়দণ্ডের ধারক, কর্মফলদাতা, যিনি পৃথিবীবাসীর সমস্ত প্রাণীর কৃত কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। মনে করা হয়, কোনও মানুষের উপর শনির বক্রদৃষ্টি পড়লে তাঁর জীবনে অশুভ প্রভাব পড়ে। আবার যাঁর কাজে গ্রহরাজ সন্তুষ্ট হন, তাঁর উপর শুভ প্রভাব বর্ষিত হয়। শনির প্রভাব শুভ হলে ভাগ্য খুলে যেতে পারে।
advertisement
2/6
কালের নিয়মে গ্রহেরা তাঁদের স্থান পরিবর্তন করে থাকেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে এই স্থান পরিবর্তনের প্রভাব পড়ে পৃথিবীর উপর। সেই অনুযায়ী মনে করা হচ্ছে আপাতত, শনিদেব অস্তমিত। আগামী ৬ মার্চ ২০২৩ তারিখে তিনি ফের উদিত হবেন। কুম্ভ রাশিতে গমন করছেন শনিদেব। এর প্রভাব সরাসরি পড়বে কিছু কিছু রাশির উপর। এই সব রাশির জাতক-জাতিকা পাবেন শুভ ফল ৷
advertisement
3/6
মেষ—এই রাশির জাতক-জাতিকার আর্থিক সমস্যা দূর হবে। নতুন বাড়ি, গাড়ির সম্ভাবনা। কাজে সাফল্য আসবে। দাম্পত্য সুখ। পরিবারের সকলের সাহায্য মিলবে।
advertisement
4/6
বৃষ— অর্থলাভ হতে পারে। চাকরি ও ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে যোগ দেওয়া যেতে পারে। দাম্পত্যে সুখ বাড়বে। নতুন বাড়ি, গাড়ি হতে পারে।
advertisement
5/6
মিথুন— অর্থলাভের যোগ রয়েছে, এর ফলে জীবনের আর্থিক ভিত্তি মজবুত হবে। সৌভাগ্য বর্ষিত হবে পরিবার ও দাম্পত্য জীবনে। সামাজিক সম্মান লাভের সুযোগ পাওয়া যাবে। প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্বপূর্ণ পদও পাওয়া যেতে পারে।
advertisement
6/6
ধনু— এই রাশির জাতক-জাতিকার জীবনেও শুভ প্রভাব পড়তে চলেছে শনি গোচরের। এর ফলে অর্থনৈতিক জীবন যেমন শক্তিশালী হবে, তেমনই সামাজিক প্রভাব প্রতিপত্তিও বাড়বে। চাকরি ও ব্যবসায় লাভের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে নিজের কাজের প্রশংসা হবে। দাম্পত্য ও পারিবারিক জীবনেও সুখ, সমৃদ্ধি অব্যাহত থাকবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Uday 2023: ৬ মার্চ কুম্ভ রাশিতে উদিত হবেন শনিদেব, এই সব রাশির ভাগ্য হবে সুপ্রসন্ন