TRENDING:

Shani Uday 2023: হোলিকা দহনের আগের দিনই ঘটবে শনির উদয়! এই সব রাশির জাতক-জাতিকাদের জীবনে বর্ষিত হবে সৌভাগ্য

Last Updated:
Shani Uday 2023 Effect: আসলে হোলিকা দহনের ঠিক আগেই উদয় হবেন শনি। ফলে এই সময়ে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে। শনিদেবকে ন্যায়বিচারের দেবতা এবং কর্মের দাতা হিসেবে গণ্য করা হয়।
advertisement
1/5
হোলিকা দহনের আগের দিনই ঘটবে শনির উদয়! এই সব রাশির জীবনে বর্ষিত হবে সৌভাগ্য
মার্চ মাসের গোড়ার দিকেই কুম্ভ রাশিতে উদয় হতে চলেছেন শনি গ্রহ। আর এই উত্থানের কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব দেখা যাবে। আসলে হোলিকা দহনের ঠিক আগেই উদয় হবেন শনি। ফলে এই সময়ে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে। শনিদেবকে ন্যায়বিচারের দেবতা এবং কর্মের দাতা হিসেবে গণ্য করা হয়।
advertisement
2/5
শনিদেব যে কোনও ব্যক্তির ভাল-মন্দ কাজের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী ফলও প্রদান করেন। কুণ্ডলীতে শনির শুভ অবস্থান এক জন ব্যক্তিকে রাজাও করে দিতে পারে। অন্য দিকে, শনিদেবের অবস্থান যদি অশুভ হয়, তা-হলে একজন ব্যক্তিকে বহু সমস্যারই সম্মুখীন হতে হয়। শনির কুদৃষ্টি ক্ষতি পর্যন্ত করে দিতে পারে। জেনে নেওয়া যাক, শনি গ্রহের উদয়ের কারণে কোন কোন রাশির জাতক-জাতিকার জীবনে বিশেষ প্রভাব পড়বে।
advertisement
3/5
তুলা রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কুম্ভ রাশিতে শনির উত্থানের কারণে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। তুলা রাশির জাতক-জাতিকারা চাকরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবেন। অন্য দিকে আবার এই সময়ে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে। এই সময়ে জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল এবং সাফল্য পাবেন। শনি উদয়ের শুভ ফল পেতে নিয়মিত শনিদেবের আরাধনা করতে হবে এবং তাঁর বীজ মন্ত্র ‘ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ’ জপ করা বাঞ্ছনীয়।
advertisement
4/5
সিংহ রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকারাও শনির উত্থানে বিশেষ সুবিধা পাবেন। এই সময়ে ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে। সম্পদ আহরণেও সফল হবেন। কোথাও টাকা আটকে থাকলে এই সময় তা হাতে আসবে। শনির উত্থানের সঙ্গে সঙ্গে একাধিক সুখবরও আসবে। পারিবারিক জীবনও সুখের হবে। এমনকী শনিদেবের উদয়ে দীর্ঘ দিনের মতবিরোধ মিটে যাবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। অবহেলার করলে সমস্যা হতে পারে।
advertisement
5/5
কুম্ভ রাশি: গত ১৭ জানুয়ারি শনিদেব নিজেই কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন এবং আগামী ৫ মার্চ ওই একই রাশিতে উদিত হতে চলেছেন। এমতাবস্থায় বন্ধুবান্ধব ও আত্মীয়দের বিশেষ সহযোগিতা পাবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। কোথাও বিনিয়োগ করার কথা ভাবলে তা করা যেতে পারে। এতে দীর্ঘমেয়াদী লাভ হবে। ব্যয় এবং আয়ের উৎসও বৃদ্ধি পাবে। অর্থ হাতে আসবে। এই সময় কাউকে অন্ধ বিশ্বাস করা চলবে। শনি মন্ত্র ‘ওম শন শনৈশ্চরায় নমঃ’ জপ করা উচিত।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Uday 2023: হোলিকা দহনের আগের দিনই ঘটবে শনির উদয়! এই সব রাশির জাতক-জাতিকাদের জীবনে বর্ষিত হবে সৌভাগ্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল