Shani SadeSati 2025: শনিবারে করুন বিশেষ কিছু কাজ, শনিদেব হবেন প্রসন্ন, জীবন থেকে দূর হবে সকল সমস্যা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সনাতন ধর্মে সপ্তাহে প্রতি দিনই কোনও না কোনও দেবী-দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে। ওইদিন গুলিতে নির্দিষ্ট পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেইরকমই শনিবার ন্যায় দেবতা শনিদেবের দিন বলে মনে করা হয়।
advertisement
1/6

সনাতন ধর্মে সপ্তাহে প্রতি দিনই কোনও না কোনও দেবী-দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে। ওইদিন গুলিতে নির্দিষ্ট পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেইরকমই শনিবার ন্যায় দেবতা শনিদেবের দিন বলে মনে করা হয়। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনিবার কিছু বিধি-বিধান মেনে চললে শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপর পড়তে পারে। অন্যদিকে, যদি আপনি এইদিন ঝামেলা এড়াতে চাইলে কিছু জিনিস মেনে চলতে হবে। প্রতীকী ছবি
advertisement
3/6
শনিবার নখ এবং চুল কাটবেন নাশনিবার চুল, নখ এবং দাড়ি কাটবেন না। মনে করা হয়, শনিবারের দিন এই কাজ করলে শনিদেব নারাজ হয়ে পড়েন। শনির কৃপা পেতে এই কাজ এড়িয়ে চলুন। প্রতীকী ছবি
advertisement
4/6
মাংস এবং মদ্যপান করবেন নাশনিবার মাংস এবং মদ্যপান সেবন করবেন না। কারণ এইধরনের কাজ অশুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন জুয়া খেলা, বাজি ধরাও অশুভ মনে করা হয়। এই জিনিস গুলির ফলে কেবল ধন হানি নয়, শনিদেবের প্রকোপও বৃদ্ধি পায়। প্রতীকী ছবি
advertisement
5/6
শনিদেবকে খুশি রাখার উপায়যদি আপনি শনিদেবকে খুশি রাখতে চান তাহলে শনিবার সর্ষের তেলের দীপ জ্বালান। এছাড়াও, এই দিন শনি চালিশার পাঠ করুন এবং দুঃস্থদের দান করুন। এছাড়াও এই দিন কালো কাপড়, কালো তিল এবং খাবার দান করলে শনি দেব প্রসন্ন হন। প্রতীকী ছবি
advertisement
6/6
দুঃস্থ এবং পশুদের বিরক্ত না করাশনিবার দুঃস্থ, অসহায় এবং পশুদের বিরক্ত না করা উচিত। বিশেষ করে কুকুরদের বিরক্ত করা উচিত নয়। শনিদেব দুঃস্থ এবং অসহায় এবং পশুদের রক্ষা করেন ফলে এঁদের বিরক্ত করলে শনিদেব রুষ্ট হয়ে যান। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani SadeSati 2025: শনিবারে করুন বিশেষ কিছু কাজ, শনিদেব হবেন প্রসন্ন, জীবন থেকে দূর হবে সকল সমস্যা