Shani Sade Sati Till 2050: শনির মহারোষ! নতুন বছরই নয় ২০৫০ পর্যন্ত পিছু ছাড়বেনা বিপদ-দুর্ভোগ, সাড়ে সাতির কাঁটায় বিদ্ধ জীবন
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Sade Sati Till 2050: ২০২৩ থেকে ২০৫০ পর্যন্ত কোন রাশিতে চলবে সাড়ে সাতি দেখুন একনজরে
advertisement
1/12

২০২৩-এ অত্যন্ত বড় ভূমিকা গ্রহণ করতে চলেছেন শনিদেব ৷ শনিদেবের গতি অত্যন্ত ধীর ৷ এই গতিতেই তিনি রাশি পরিবর্তন করেন এবং বিভিন্ন গ্রহে প্রবেশ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
২০২৩-এর ১৭ জানুয়ারি শনিদেব তাঁর নিজস্ব রাশি কুম্ভতে প্রবেশ করবেন ৷ তিনি ন্যায়ের দেবতা কর্মফলও প্রদান করেন ৷ প্রতিটি ব্যক্তির কাজেল নিরিখে ভাল বা মন্দ ফল দেন তিনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
কুম্ভ ও মকরের স্বামী তিনি তুলা রাশিতে উচ্চস্থানে অবস্থান করেন ৷ ২০২৩ সালে শনির রাশি পরিবর্তনে ঢাইয়া ও সাড়ে সাতির বেড়াজাল থেকে মুক্তি পাবেন কয়েকটি রাশির জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
বেশ কিছু রাশিতে ঢাইয়া ও সাড়ে সাতির মহাদশা শুরু হবে ৷ প্রায় তিন দশক পরে নিজের রাশিতে গ্রহরাজ শনিদেব ৷ শনির ধীর গতির ফলে প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে থাকে ৷ এক রাশি থেকে আরেক রাশিতে স্থান পরিবর্তন করতে সময় নেন আড়াই বছর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
একবার পূর্ণাবর্তন করতে সময় লাগে ৩০ বছর ৷ ৩০ বছর আগে শনি প্রবেশ করেছিলেন কুম্ভতে আবার ২০২৩-এ প্রবেশ করবেন কুম্ভ রাশিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
কুম্ভ রাশিতে শনির প্রবেশের ফলে মীন রাশিতে শুরু হবে মহাদশা সাড়ে সাতি ৷ মকর ও কুম্ভতে চলবে সাড়ে সাতি, মীন রাশিতে সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে, কুম্ভতে দ্বিতীয় ও মকরে তৃতীয় তথা শেষ পর্যায় সাড়ে সাতির ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
সাড়ে সাতি আসলে কী? জ্যোতিষ শাস্ত্রমতে কোনও মানুষের জীবনে সাড়ে সাতি শুরু হলে জন্ম রাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘরে অবস্থান করবেন শনিদেব ৷ অবস্থা সাড়ে সাত বছর ধরে চলে বলেই এর নাম সাড়ে সাতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
দুঃখ, দুর্দশা ও বাধা বিঘ্ন ঘটে জীবনের প্রতিটি ক্ষেত্রেই নানান ধরনের ঝামেলা, বাধা, বিপত্তি, অর্থনৈতিক চাপ, মান সম্মান হানি ইত্যাদি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
২০২৩ থেকে ২০৫০ পর্যন্ত কোন রাশিতে চলবে সাড়ে সাতি দেখুন একনজরে ৷ মেষে ২৯ মার্চ ২০২৫-৩১ মে ২০৩২, বৃষ ৩ জুন ২০২৭-১৩ জুলাই ২০৩৪, মিথুন ৪ অগাস্ট ২০২৯-২৭ অগাস্ট ২০৩৬ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
কর্কট ৩১ মে ২০৩২-২২ অক্টোবর ২০৩৮, সিংহ ১৩ জুলাই ২০৩৪ থেকে ২৯ জানুয়ারি ২০৪১, কন্যা ২৭ অগাস্ট ২০৩৬-১২ ডিসেম্বর ২০৪৩, তুলা ২২ অক্টোবর ২০৩৮-৮ ডিসেম্বর ২০৪৬, বৃশ্চিক ২৮ জানুয়ারি ২০৪১-৩ ডিসেম্বর ২০৪৯ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
বর্তমানে ধনু রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি চলছে ৷ এটি চলতে থাকবে ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত ৷ কুম্ভ রাশিতে সাড়ে সাতি চলবে ২৩ জুন ২০২৭ পর্যন্ত ৷ মীন রাশির জাতক-জাতিকাদের ১৭ জানুয়ারি ২০২৩ লথেকে ৮ অগাস্ট ২০২৯ পর্যন্ত চলবে সাড়ে সাতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি দিয়ে তবেই প্রয়োগ করুন জীবনে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Sade Sati Till 2050: শনির মহারোষ! নতুন বছরই নয় ২০৫০ পর্যন্ত পিছু ছাড়বেনা বিপদ-দুর্ভোগ, সাড়ে সাতির কাঁটায় বিদ্ধ জীবন