Shani Dev: ঢাইয়া-সাড়ে সাতির বিশাল চাপ-কুপ্রভাব ছুঁতে পারেনা চার রাশির মানুষদের, শনির আশীর্বাদ সারা বছরই থাকে মাথায়
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Dev: ঢাইয়া-সাড়ে সাতি যখন জীবনকে দুর্বিসহ করে তোলে তখনই এই চার রাশির উপরে তেমন খারাপ প্রভাব পড়েনা
advertisement
1/9

শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি কর্মফল প্রদান করে থাকেন ৷ যাঁরা ভাল কাজ করেন তাঁদের উপরে আশীর্বাদের বৃষ্টি করেন গ্রহরাজ শনিদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
যে ব্যক্তির কুষ্ঠিতে সাড়ে সাতি বা ঢাইয়ার কষ্ট সহ্য করতে হয় এমনকী শারীরিক, মানসিক, সামাজিক বা আর্থিক সমস্যার সম্মুখীনও হতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
জ্যোতিষ মতে কুম্ভ ও মকর রাশির প্রভু শনিদেব ৷ এই রাশির ছাড়াও আরও কয়েকটি রাশি আছে ঢাইয়া বা সাড়ে সাতির প্রভাব তেমন নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
বৃষ-এই রাশির স্বামী হলেন শুক্র, শুক্রের উপরে শনির কৃপা আছে ৷ শুক্র ও শনি পরস্পরের বন্ধু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
সেই কারণেই একে অপরের রাশির উপরে কোনও রকমেরই খারাপ প্রভাব দেননা ৷ ফলত শুক্রের রাশির উপরে শনির আশীর্বাদ থাকে সব সময়ের জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
বৃষর মত তুলারও স্বামী শুক্র ৷ উচ্চঘরে বসবাস করেন শনি ফলত, ঢাইয়া ও সাড়ে সাতির মহাকষ্ট থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব ৷ জীবনে উন্নতিও আসে বেশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
মকর রাশির স্বামী হলেন গ্রহরাজ শনিদেব ৷ শনির অন্যতম প্রিয় রাশি এটাই ৷ ফলে ঢাইয়া বা সাড়ে সাতির মহারোষ অনেকটাই কমে যায় জাতক-জাতিকাদের উপরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
মকরের পাশাপাশি শনি কুম্ভরও স্বামী ৷ এই রাশির জাতক-জাতিকাদের প্রতি খুব দয়ালু ৷ গ্রহরাজ শনিদেবের কৃপায় জাতক-জাতিকাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়না ৷ খুব তাড়াতাড়ি সমস্যা মুক্ত হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা বা অনুরোধও করেনা ৷ নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Dev: ঢাইয়া-সাড়ে সাতির বিশাল চাপ-কুপ্রভাব ছুঁতে পারেনা চার রাশির মানুষদের, শনির আশীর্বাদ সারা বছরই থাকে মাথায়