Shani Rahu Yuti In Pisces: শনি-রাহুর মহামিলনে ফুটপাত থেকে সিংহাসন ৪ রাশির, ফকির থেকে রাজা, চাকরি-ব্যবসায় দারুণ অবস্থা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Rahu Yuti In Pisces: বৃহস্পতির ঘরে রাহু-শনির মহামিলন, জোড়া ফলায় ২০২৫-এ টাকার ঝর্ণা ৩ রাশির ঘরে
advertisement
1/22

শনি ও রাহুর অত্যন্ত শাক্তিশালী গ্রহের মধ্যে অন্যতম ৷ শনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকে ৷ আর রাহু প্রতি ১৮ মাস অর্থাৎ দেড় বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/22
এই দুই গ্রহের প্রভাব জাতক-জাতিকাদের জীবনে দীর্ঘ সময় ধরে পড়ে ৷ শনি ও রাহুকে নেতিবাচক রূপে দেখা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/22
কিন্তু কুষ্ঠিতে শনির প্রভাব শুভ হলে সেই মানুষ রাজা হতে বেশি সময় নেন না ৷ হঠাৎ করে মোটা টাকার সঙ্গে সঙ্গে সাফল্যের সপ্তম আকাশে থাকেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/22
যদি শনি ও রাহুর নক্ষত্র পরিবর্তনের কথা বলা যায় সেক্ষেত্রে বলা যেতে পারে একে অপরের নক্ষত্রে বিরাজমান ৷ এরফলেই পরিবর্তন রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/22
এই অবস্থায় রাহু শনির বল পেয়ে থাকেন ৷ এরফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা জীবনে সাফল্য পেতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/22
শনি রাহুর পরিবর্তন রাজযোগের ফলে ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকারা জীবনে বড়সড় অঙ্কের টাকা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/22
২০২৫-এ বছরের সব থেকে বড় রাশি পরিবর্তন হয়ে গিয়েছে, একই সঙ্গে বেশ কয়েকটি বড় ও ছোট গ্রহের রাশি পরিবর্তন হবে ৷ কর্মফলদাতা শনিদেব গত ২৯ মার্চে প্রবেশ করে বৃহস্পতির রাশিতে প্রবেশ করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/22
আগে থেকেই রাহু আছেন মীনে, শনি প্রবেশের ফলেই জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে ৩ রাশির জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/22
হঠাৎ করে এবার গোছা গোছা টাকা আসতে চলেছে ৷ এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জন্য বিশাল অঙ্কের টাকা পয়সা আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/22
একই সঙ্গে শনির কথা বললে বলা যেতে শনিদেব শতভিষা নক্ষত্রে বিরাজমান এই নক্ষত্রে শনিদেব থাকবেন ২০২৫ পর্যন্ত ৷ শতভিষা নক্ষত্রের প্রভু হলেন শনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/22
এই অবস্থায় দুই গ্রহের একে অপরের নক্ষত্রে বসবাস পরিবর্তন রাজযোগের নির্মাণ হতে পারে ৷ এরফলেই বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা এবার খুলতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/22
কর্কট রাশির জাতক-জাতিকারা এই মুহূর্তে শনি ও রাহুর পরিবর্তন রাজযোগের সুফল পাবেন ৷ বন্ধুর নক্ষত্রে রাহুর শক্তি বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/22
এরফলে জাতক-জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসতে পারে ৷ কুষ্ঠির নবম ঘরে শনি ও দশম ঘরে রাহু বিরাজমান ৷ রাশির নবম ঘরে শনি ও দশম ঘরে রাহু বিরাজমান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/22
বিদেশে চাকরি করার স্বপ্ন সফল হতে পারে এবার ৷ শনির কারণে কাজ সম্পর্কিত যাত্রা করতে হতে পারে এবার ৷ ব্যবসা বাণিজ্যে লাভ হতে পারে আয়ের নতুন নতুন রাস্তা দেখা দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/22
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ এই রাশির জাতক-জাতিকারা জীবনে সাফল্য পাবেন চোখে পড়ার মতই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/22
রাহুর প্রভাবে জীবনে বড়সড় পরিবর্তন হবে এবার ৷ রাহুর কৃপায় হতে পারে বিদেশ যাত্রা বিদেশ থেকে ধনপ্রাপ্তিও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/22
বৃষ রাশির জন্য পরিবর্তন রাজযোগ অত্যন্ত বড়সড় মুহূর্তের জন্ম দিতে পারে ৷ রাহু একাদশ অর্থাৎ লাভের ঘর আর শনি দশম ঘরে বিরাজমান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/22
এই পরিস্থিতি রাহু অত্যন্ত শক্তিশালী রূপে বিরাজমান ৷ জাতক-জাতিকাদের জন্য থাকছে বড় প্রাপ্তি ৷ হঠাৎ করে টাকা পয়সা হাতে পাবেন ৷ রোজগারের নতুন নতুন রাস্তা খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/22
চাকরিতে প্রমোশন, বোনাস ও ইনক্রিমেন্ট পেতে চলেছেন ৷ যাঁরা নিজের ব্যবসায় কাজ করেন, তাঁরাও ভাল টাকা রোজগারে সক্ষম হবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/22
শনিদেব মীনে প্রবেশ করার ফলেই সাড়ে সাতি মুক্ত হয়েছেন মকর রাশির জাতক-জাতিকারা ৷ ফলে এবার সমস্যা ও কষ্ট কমতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
21/22
মকর রাশির জাতক-জাতিকারা জীবনকে উন্নতিকর পরিস্থিতিতে নিয়ে আসতে চলেছে ৷ জীবনের নানান সমস্যার সমাধান হবে এবার ৷ আয় বৃদ্ধি হবে বেস কয়েকগুণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
22/22
<strong><span style="color: #800080;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Rahu Yuti In Pisces: শনি-রাহুর মহামিলনে ফুটপাত থেকে সিংহাসন ৪ রাশির, ফকির থেকে রাজা, চাকরি-ব্যবসায় দারুণ অবস্থা