Shani Planet Transit In Kumbh: মাত্র কয়েক ঘণ্টা পর কুম্ভতে শনির প্রবেশ! ৩০ বছর পরে নিজের ঘরে গ্রহরাজ, চাকরি-ব্যবসা-টাকা পয়সায় ফুলে ফেঁপে উঠবেন তিন রাশির মানুষেরা
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Planet Transit In Kumbh: ৩০ বছর পরে কয়েকটি রাশির জীবনে মহাঘটনা ঘটতে চলেছে
advertisement
1/14

বৈদিক শাস্ত্র অনুযায়ী শনি তাঁর নিজের ত্রিকোণ রাশি কুম্ভতে প্রবেশ করছে ৷ এর অর্ত হল শনিদেব কুম্ভ রাশিকে শুভ ফল প্রদান করে থাকেন ৷ এরফলেই শনির গোচরের ফলেই রাজযোগ তৈরি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
আর মাত্র কয়েক ঘণ্টা পরে শনি তাঁর প্রিয় রাশি কুম্ভতে প্রবেশ করতে চলেছেন ৷ এর ফলেই মঙ্গলবার অর্থাৎ পবনপুত্র হনুমানের বারে শনি ৩০ বছর পরে নিজের রাশি কুম্ভতে প্রবেশ করতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
কয়েকটি রাশি মালামাল হতে চলেছেন কেননা ১৭ জানুয়ারি, শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন ৷ এরফলে কয়েকটি রাশির তাগড়া লাভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
শনিদেবের গোচরের ফলে লাভবান হতে চলেছেন ধনু রাশির জাতক-জাতিকারা ৷ ধনুর তৃতীয় ঘরে অবস্থান করছেন গ্রহরাজ শনিদেব ৷ তৃতীয় ঘরকে ধন সম্পত্তির ঘর বলেই মনে করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
ফলত যাঁদের বিদেশে যাওয়ার বিষয় আছে তাঁরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন ৷ যাঁরা লোহা বা ট্যুর ও ট্রাভেলস নিয়ে ব্যবসা করেন তাঁদের লাভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
একই সঙ্গে যাঁরা কণ্ঠশিল্পী তাঁরাও বিশেষ ভাবে লাভ পেতে চলেছেন ৷ দারুণ সময় আসছে, বাড়বে আত্মবিশ্বাস ৷ সাহস ও বুদ্ধিও বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
শনি মকর থেকে বেরিয়ে প্রবেশ করতে চলেছেন কুম্ভতে ৷ শনির সাড়ে সাতি চলছে মকর রাশির জাতক-জাতিকাদের ৷ ১৭ তারিখ নতুন পর্যায় শুরু হতে চলেছে তবে ধনলাভ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
এই সময় আর্থিক ভাবে অত্যন্ত মজবুত হতে চলেছে ৷ পরিবারের সঙ্গে মনমালিন্য হতে পারে ৷ অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে ৷ সাবধানে থাকুন, যাঁরা নতুন চাকরি খুঁজছেন পেতে পারেন নতুন চাকরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
কুম্ভতে রাশিতে শনির গোচর অত্যন্ত লাভ দিতে পারে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ৷ এই রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
কুম্ভ রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতির দ্বিতীয় দফা শুরু করতে চলেছেন, কেননা প্রথম দফা সম্পন্ন হয়েছে ৷ এবার দ্বিতীয় দফার সাড়ে সাতির মহাদশা শুরু হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শশ রাজযোগ সৃষ্টি হতে চলেছে ৷ এতে বাড়বে মান সম্মান ৷ প্রতিটি কাজে সিদ্ধি পাবেন ৷ যাঁরা রাজনীতির সঙ্গে সংযুক্ত ভোটে জিততে পারেন ৷ পেতে পারেন কোনও পদ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির রাশি পরিবর্তন অনুকূল হতে চলেছে ৷ শনি তাঁর ত্রিকোণ রাশিতে প্রবেশ করার সঙ্গে ঢাইয়া থেকে মুক্তি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
ধর্ম কর্মে রুচি বা অভিরুচি বাড়বে ৷ বাড়ির বড়দের শরীর খারাপ যদি হয় সেক্ষেত্রে এবার শরীরের উন্নতি হতে চলেছে ৷ বাবার সঙ্গে সম্পর্ক এবার আরও মজবুত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
Shani Planet Transit in Kumbh 2023, Disclaimer: উপরোক্ত বিষযগুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য করেনা ৷ নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই জীবনে ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Planet Transit In Kumbh: মাত্র কয়েক ঘণ্টা পর কুম্ভতে শনির প্রবেশ! ৩০ বছর পরে নিজের ঘরে গ্রহরাজ, চাকরি-ব্যবসা-টাকা পয়সায় ফুলে ফেঁপে উঠবেন তিন রাশির মানুষেরা